আইফিএলে এক্কান আলাদা টিম দেওনের লাই জনৈক নোয়াখাইল্লার আবেদনপত্র

১৪৩৪০ পঠিত ... ২৩:২৩, এপ্রিল ২৬, ২০১৭


মূল আবেদনপত্র

চিডি হাডামু
চেরমেন সাবরে
বিসিসিআই

বিষয়: আইফিএলে নোয়াখালীর এক্কান আলাদা টিম দেওনের লাই রিকোয়েস্টের লাই আবেদন!

জনাব,

বিনীত নিবেদন জানাই কইয়ের, আঁমরা নোয়াখাইল্লা মানুষজন দ্যাশ-বিদ্যাশের কোনা কাঞ্চিদি আসি। ব্যাট বল খেলার মাডে আঙ্গো নোয়াখাইল্লা দর্শক কইলাম বেগগুনেরতন বেশি। বিশ্বাস না অইলে গুনি সান। ইগিন বাদ্দেন, আঙ্গো বাংলাদ্যাশের এক্কান অইন্যতম জনফ্রিয় জেলা হিসাবে আঙ্গো নোয়াখালীর কতা আলিদা করি আর কিই বা কইয়ুম আন্নেরে। কিন্তু, এম্মা! আইফিএলের লাহান টুর্নামেন্টত আঙ্গো নোয়াখাইল্লাগো এক্কান আলিদা দল নাই! এইডা কোনো কতা না কতার জাত? আঙ্গো নোয়াখালীর হাড়ায়-হাড়ায়, মাডে গাণ্ডে আইফিএলের দশগা দল করার মতো ফিলিয়ার ফাইবেন। আরে আঙ্গো উত্তরবাড়ির ফরাইদ্দার হোলা গতবসর কী খেল দেখাইলো বাই রে বাইই! হেতারে টিবিতে দেখাইলো। আঁর আন্নেরা বোলে ফ্লেয়ার হান্না। দুখের কথা কইতে গেলে তো চোখ দি ঝড়ির কোবাইন্না সুরার মতো হানি হড়ে। আঙ্গো বরিশাইল্লা বাই ব্রাদাররা আঙ্গোরে স্যাতায়। হিগুনে কয়, মোগো তো বিফিএলে এককান দল আছে তোমাগো তো হেইডাও নাই, তোমরা এতডাই কিপটা একটা দলও কিনতারো নাই মনুরা! এডি কেইককা কথা আন্নে আঁরে কন বাই! আরে বাই! আঁই কিয়া কইয়ের আন্নে বুঝেনেরনি? আমরা কি জাতীয় লেবোলের লোক নিও বাই? আমরা অইসি ইন্টারনেশোনাল লেবোলের! আঙ্গো দল আইফিএলে না থাইকবো, কুনগা কয় বিফিএলে থাইকবো?

এরহরে, ইগা আঁন্নের কাসে আঁই কইয়ের, আঙ্গো নোয়াখালীর লাই আইফিএলে এককান আলিদা দল করি দি আঙ্গো নোয়াখালীর ব্যাক মানুষের মনের দুক্ষ দূর করি দিবেননি? পিলিজ লাগে বাইজান!

আঁই,
নোয়াখালীর ব্যাক মানুষের হক্ষেরতন,
দক্ষিণবাড়ির রমিজ্জা
(আদর করি বেগগুনে আঁরে অলরাউন্ডার রমিজ্জা কই বোলায়)


বাংলা অনুবাদ

বরাবর,
চেয়ারম্যান,
বিসিসিআই

বিষয় : আইপিএলে নোয়াখালীর জন্য আলাদা দল দেয়ার জন্য আবেদন

জনাব,
বিনীত নিবেদন, আমরা নোয়াখালীর মানুষ দেশ-বিদেশের আনাচে-কানাচে আছি। ক্রিকেট মাঠে আমাদের নোয়াখালীর দর্শক সবচেয়ে বেশি। বিশ্বাস না হলে গুনে দেখতে পারেন। এসব বাদ দিন, আমাদের বাংলাদেশের অন্যতম জনপ্রিয় জেলা হিসেবে আমাদের নোয়াখালীর কথা আলাদা করে কী বা বলব আপনাকে। কিন্তু কী অদ্ভুত, আইপিএলে আমাদের নোয়াখালীর একটি আলাদা দল নেই! এটা কী ধরনের কথা? আমাদের নোয়াখালীর পাড়ায় পাড়ায়, মাঠে ঘাটে, আইপিএলের দশটা দল করার মতো প্লেয়ার পাবেন। আরে আমাদের উত্তরবাড়ির জনাব ফরাদের ছেলে গত বছর কী চমৎকার খেলাটাই না দেখালো! তাকে টেলিভিশনে পর্যন্ত দেখানো হয়েছে। আর আপনারা নাকি প্লেয়ার পান না! দুখের কথা বলতে গেলে তো চোখ দিয়ে তীব্র ঝড়ের মতো পানি পড়ে। আমাদের বরিশালের বন্ধুবান্ধবরা আমাদের ক্ষ্যাপায়, তারা বলে, আমাদের তো বিপিএলে একটা পরিপূর্ণ দল আছে, তোমাদের তো সেটাও নেই। তোমরা এত কিপটে, একটা দলও কিনতে পারোনি বন্ধুরা! এসব কী ধরনের কথা আপনিই আমাকে বলেন ভাই! বলি আমরা কী জাতীয় লেভেলের লোক নাকি! আমরা হলাম আন্তর্জাতিক লেভেলের, আমাদের দল আইপিএলে থাকবে, বিপিএলে কেন!

অতএব, আপনাকে আমি বলছি, আমাদের নোয়াখালীর জন্য আইপিএলে একটি আলাদা দল করে নোয়াখালীর সব মানুষের মনের দুঃখ দূর করে দেবেন? প্লিজ?

আমি,
নোয়াখালীর সব মানুষের পক্ষ থেকে
দক্ষিণবাড়ির রমিজ
(আদর করে সবাই অলরাউন্ডার রমিজ বলে ডাকে)

১৪৩৪০ পঠিত ... ২৩:২৩, এপ্রিল ২৬, ২০১৭

Top