যে ১০ কারণে প্রাক্তনকে বিয়ে করবেন

৯১৯ পঠিত ... ১৮:০১, অক্টোবর ১৯, ২০২১

ex-biye

জীবনে কম বেশি প্রাক্তন সবারই আছে। প্রাক্তন বলে তাকে হেয় করবেন না। এবার প্রাক্তনকে বিয়ে করলে কী কী সুবিধা পেতে পারেন —এমনই এক বিশ্লেষণ নিয়ে এলো earki'র প্রাক্তন বিশেষজ্ঞরা। চলুন দেখে আসা যাক...

১# রেস্টুরেন্টে মেন্যু ঠিক করতে বেশি বেগ পেতে হবে না। ইতিমধ্যেই আপনারা একজন আরেকজনের পছন্দের খাবার জানেন।

২# বেশ কয়েক বছর আগের কাপল ছবির সাথে নতুন কাপল ছবির ফেসবুকীয় চ্যালেঞ্জ করতে পারবেন।

৩# কাপল ছবি কিংবা ভিডিওগুলো ডিলিট করতে হবে না।

৪# আপনারা ইতিমধ্যে একজন আরেকজনের নেচার সম্পর্কে জানেন। সুতরাং সময়ে অসময়ে ঝগড়া লাগাতে সমস্যা হবে না।

৫# আপনি ইতিমধ্যেই প্রাক্তনের পরিবার কিংবা বন্ধু বান্ধবের সাথে পরিচিত। নতুন করে পরিচয় কিংবা নাম মুখস্থ করার ঝামেলা থেকে বেঁচে যাবেন।

৬# প্রাক্তনের দেওয়া উপহার যেগুলো ফেলে দেওয়ার কথা ভাবছিলেন সগৌরবে ব্যবহার করতে পারবেন।

৭# সোশ্যাল মিডিয়াতে অনেক লাইক কমেন্ট পাওয়া যেসব কাপল ছবিগুলো আপনি অনলি মি করে রেখেছেন, সেগুলো আবার ভিজিবল করতে পারবেন।

৮# প্রাক্তনের আইডি স্টক করার ঝামেলা থেকে বেঁচে যাবেন। হুট করে প্রাক্তনের সাথে কোথাও দেখা হয়ে গেলেও না চেনার ভান করতে হবে না৷

৯# 'লাশটি এখনো তার খুনিকে ভালোবাসে' সগৌরবে এই বাণী প্রচার করে বেড়াতে পারবেন। পরিচিত মহলে হয়তো এই বাণীর ব্র্যান্ড অ্যাম্বাসেডরও হয়ে যেতে পারবেন৷

১০# প্রাক্তনের কারা প্রাক্তন, সেইটা নিয়ে নতুন করে রিসার্চ করা লাগবে না। আপনি ইতিমধ্যে সবকিছু জানেন এবং যে কোনো সময় এসব নিয়ে খোঁচাতে পারবেন...

৯১৯ পঠিত ... ১৮:০১, অক্টোবর ১৯, ২০২১

Top