চাঁদ দেখা কমিটির আগেই বৃষ্টি দেখা কমিটি চায় দেশবাসী

২১০ পঠিত ... ১৬:০৬, এপ্রিল ১৮, ২০২৩

Bristi-dekha-comitee

দেশবাসীর এবার এক নতুন আবদার। একে আবার অন্যায় আবদারও বলা যাচ্ছে না বলে জানালেন সমাজ। চাঁদ দেখা কমিটির পাশাপাশি বৃষ্টি দেখা কমিটি চাইলেন তারা। কী করবেন বৃষ্টি দেখা কমিটি দিয়ে? লাভই বা কী?

 

এমন প্রশ্ন ছুঁড়ে দিলে শাহবাগের মোড়ে দাঁড়িয়ে থাকা এক তরুণ বললেন, ‘চাঁদ দেখা কমিটি তো আছেই। তারা চাঁদ দেখে, ইদ কখন হয় না হয় সব জানায়। ভালোই লাগে। কিন্তু বৃষ্টি কে দেখবে? এই যে বৃষ্টির আশায় দিন-রাত এক করে তাকায় আছি এই তাকানোর অবসান কে ঘটাবে? আপাতত চাঁদ দেখার থেকে বৃষ্টি দেখাটা বেশি দরকার হয়ে গেছে। গরমের কারণে আমার পায়ের ঘাম মাথায় উঠে যাচ্ছে। আর পারতেছি না আমরা।‘

কিন্তু আবহাওয়া অধিদপ্তর থাকতে নতুন করে কমিটি কেন লাগবে? এমন প্রশ্ন মুখ ফসকে বের হয়ে গেল আমাদের পেট মোটা প্রতিবেদকের থেকে। তখন পাশ থেকে এক যুবক বললেন, ‘আবহাওয়া অধিদপ্তর কি একদম চাঁদ দেখা কমিটির মতো বলে দেয়, যে আকাশে মেঘ দেখা গেছে কাল বৃষ্টি হবে? বলে না! ব্রেইন কই রাইখা সাংবাদিকতা করতে আসেন?

ঝামেলা নিজেদের দিকে আসায় আমরা সেখান থেকে কেটে পড়লাম এবং জানতে পারলাম, ‘এই বৃষ্টি দেখা কমিটি বানানোর চিন্তা করা হচ্ছে চাঁদপুর থেকে কয়েকজনকে হায়ার করে।‘

২১০ পঠিত ... ১৬:০৬, এপ্রিল ১৮, ২০২৩

Top