টেন মিনিট স্কুলের পর রবি এবার আনছে 'টেন সেকেন্ড দই'

৪৫০ পঠিত ... ১৫:২৭, সেপ্টেম্বর ১৬, ২০২১

10-second-doi

ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র‍্যোস্টার মাত্র ১০ সেকেন্ডে এক হাঁড়ি দই খেয়ে ফেলেছেন৷ আর এই নিয়েই চারদিকে শুরু হয়েছে তোলপাড়। এই তোলপাড়ের মাঝেই একটু সম্পূর্ণ ভূয়া বিবৃতিতে রবি জানায়, টেন মিনিটস স্কুলের পাশাপাশি 'রবি টেন সেকেন্ড দই' নিয়ে আসছেন তারা৷

নতুন এই ইনিশিয়েটিভের মাধ্যমে ১০ সেকেন্ডে খাওয়ার মত দই বাজারজাতকরণ ও ১০ সেকেন্ডে দই খাওয়ার কলা কৌশলও শেখানো হবে বলে জানায় প্রতিষ্ঠানটি।

দশ গুণোত্তর পদ্ধতির সাথে বিশেষ সম্পর্ক থাকার কারণে এমন ইনিশিয়েটিভ শুরু করার ভাবনা আসে রবির মাঝে৷ তারা বলেন, দেখেন, দশের প্রতি আমাদের একটা ভালো লাগা আছেই। তাছাড়া ১০ সেকেন্ডে একজন জার্মান লোক দই খাইতে পারলে আমাদের দেশের মানুষ কেন পারবে না, এই চিন্তা থেকেই টেন সেকেন্ডস দইয়ের ব্যাপারে আমরা আপন শক্তিতে জ্বলে উঠেছি।'

এত দ্রুত দই খাওয়ার সাথে রবির ইন্টারনেট স্পিডের একটি মিল আছে বলেও জানায় তারা৷ দ্রুত দই আপলোড করার পৃষ্ঠপোষকতা করার মত কোন প্রতিষ্ঠান থাকলে সেটা রবিই, এমনটা জানিয়ে রবির এক কর্মকর্তা নিজের ফেক আইডি থেকে বলেন, 'আমরা হয়তো জানবেন দেশে আমরাই ৪.৫ জি নিয়ে আসছি। এই গতিতে দই না খাইলে দশ সেকেন্ডে সম্ভব না।'

এদিকে জার্মান রাষ্ট্রদূতের এমন গতিতে খাওয়ার বিষয়টি মুগ্ধ করেছে দেশের ফুডভ্লগারদের৷ অনেকেই ২০ মিনিটে ৩ কেজিওয়ালা বার্গার ও ২০ মিনিটে স্টেক খাওয়ার প্রতিযোগিতার জন্য জার্মান রাষ্ট্রদূতকে ভাড়া করতে চান বলেও খবর পাওয়া গেছে৷

৪৫০ পঠিত ... ১৫:২৭, সেপ্টেম্বর ১৬, ২০২১

Top