‘Felt cute might delete later’ বলে ছবি পোস্ট করেও ডিলিট না করায় মামলার হুমকি

৪৭৫ পঠিত ... ১৪:৪১, সেপ্টেম্বর ০৮, ২০২১

Feeling-cute-might-delete-later (1)

ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে মামলার হুমকি দেয়ার ঘটনা ঘটেছে৷ জানা যায়, রাফসান নামের এক ফেসবুকার 'Felt cute might delete later' ক্যাপশনে একটা ছবি আপলোড করেন৷ কিন্তু আপলোড করার ৭২ ঘন্টা পার হয়ে গেলেও ছবি ডিলিট করেননি তিনি৷ আর এর জের ধরেই ফাইজা নামের অন্য এক ফেসবুকার রাফসানের নামে প্রতারণার মামলা করার হুমকি দেন।

মামলার মোটিভ সম্পর্কে জানতে ফাইজার সাথে যোগাযোগ করি আমরা৷ একটি ফেক আইডি থেকে ফাইজা বলেন, 'ছবিটা একবার দেখেছি যেহেতু উনি বলেছেন ডিলিট করবেন, সেহেতু আশা ছিলো নিউজফিডে ছবিটি আর চোখে পড়বে না৷ বিশ্বাস করবেন না ভাই, ৭২ ঘন্টার মধ্যে ৭২ বার ছবিটা ও পোস্টটা চোখের সামনে আইসা পড়ছে। মেজাজ কতক্ষণ ঠিক রাখা যায় বলেন! ধৈর্য্যের বাঁধ একদমই ভেঙ্গে গেছে৷ যাচ্ছি মামলা করতে৷ চোখের সামনে এতবড় মিথ্যাচার তো মানা যায় না ভাই।'

রাফসানের এহেন কর্মকান্ডকে অনৈতিক বলেছেন অনেকে। অ্যাডমিশন টেস্টে সায়েন্সের শিক্ষার্থীদের জন্য সোস্যাল সাইন্সের সিট হারানো জনৈক মানবিক শিক্ষার্থী এমন ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, 'ডিলিট করবে বলে লাপাত্তা হয়ে জায়গা দখল করে বসে থাকলে তো হবে না! ডিলেট করে দিলে ওনার ছবির জায়গায় নতুন একটা পোস্ট আসতে পারতো! এদের মত লোকরাই অ্যাডমিশন টেস্টে মানবিকদের কোটা খায়৷ এদের কঠোর শাস্তি হওয়া উচিত। প্রতারক কোথাকার। আমি তো বলি নাই তুমি ডিলিট করো ছবি, তুমি নিজে বইলা নিজে করবা না কেন!'

ধর্মীর দৃষ্টিকোণ থেকেও এমন বিষয় অনৈতিক বলে জানালেন এক ধর্মগুরু৷ মিথ্যা বলা, কথা দিয়ে কথা না রাখা প্রতারণার সামিল ও শাস্তিযোগ্য অপরাধ বলে মত দেন তিনি৷ তিনি বলেন, 'এভাবে কথা দিয়ে কথা না রাখা ঠিক না। এতে অন্যরাও এমন শিক্ষা পাবে। দেখা যাবে, অন্যরাও ডিলিট করবো বলে আর ডিলিট করবে না। ফেসবুকটা ভরে যাবে এমন মিথ্যা কথার পোস্টে৷ মানুষের উপর থেকে উঠে যাবে মানুষের বিশ্বাস।'

তবে মামলা করলেও পরে আবার মামলা তুলে নিতে পারেন, এমন সম্ভাবনা জানিয়ে ফাইজা বলেন, 'Felt angry, might withdraw later.'

৪৭৫ পঠিত ... ১৪:৪১, সেপ্টেম্বর ০৮, ২০২১

Top