পরীমনির সকল ক্লিকবেইট খবর নিয়ে আসছে নতুন পত্রিকা 'দৈনিক পরীমনি সংবাদ'

১০৬৪ পঠিত ... ১৩:৩৪, আগস্ট ১১, ২০২১

Porimoni-shongbad (1)

ফেসবুকের নিউজফিড থেকে শুরু করে দৈনিক পত্রিকার অর্ধেকটা জুড়ে শুধুই পরীমনির সংবাদ। আলোর গতিতে মুহূর্তে মুহূর্তে আসছে চাঞ্চল্যকর তথ্য, গোপন গোয়েন্দা প্রতিবেদন। সঠিক পরিকল্পনা ও সমন্বয়ের অভাবে এর বেশিরভাগ খবরই প্রকাশ করতে পারছে না দেশের স্বনামধন্য সাহসী সাংবাদিকরা। এই জটিলতার অবসানের লক্ষে ও দেশের মানুষের কাছে পরীমনি বিষয়ক সকল সংবাদ পৌঁছে দিতে দেশের মেধাবী সাংবাদিকরা দলবদ্ধ হয়ে 'দৈনিক পরীমনি সংবাদ' নামে নতুন এক দৈনিক পত্রিকা নিয়ে প্রকাশের বিষয়ে একাগ্রতা প্রকাশ করেছে।

পত্রিকাটির সম্পাদনা পর্ষদের সাথে জড়িত একাধিক সাংবাদিক একটি ভূয়া সূত্র মারফত বিষয়টি আমাদেরকে অনিশ্চিত করেছে। পরীমনিকে নিয়ে দৈনিক ২৮৮টি সংবাদ পরিবেশন করেন চালেরকণ্ঠ পত্রিকার এক সাংবাদিক। তিনি আমাদের জানান, 'পরীমনিকে নিয়ে হাজার হাজার সংবাদ। একটা চাঞ্চল্যকর তথ্যের রিপোর্ট রেডি করতে করতে আরো ১০টা জমা হয়। অন্য কাজ করতে পারি না৷ সেজন্য আমাদের এমন সিদ্ধান্ত। দেশের মানুষকে পরীমনি বিষয়ক সকল চাঞ্চল্যকর, অবিশ্বাস্য তথ্য জানাতে সাংবাদিক হিসেবে আমাদের একটা দায়িত্ব আছে। সেই দায়িত্ব থেকেই এগিয়ে আসা।'

তৃতীয় আলোর এক সাংবাদিকও নিজের দায়িত্বশীলতার জায়গা থেকে দৈনিক পরীমনি সংবাদের সাথে যুক্ত হয়েছেন। নিজের ফেক আইডি থেকে তিনি আমাদের জানান, 'গত কিছুদিন ধরে আমাদের এখানে অন্য কোন বিট নাই। সবাই পরীমনি বিটে কাজ করতেছে। এমন হলে তো জাতীয়, আন্তর্জাতিক আরো অনেক খবর মিস হয়ে যাবে৷ আবার চাইলেও পরীমনির এমন ভয়ংকর ইস্যু বাদও দেয়া যায় না। সেজন্য আমরা 'দৈনিক পরীমনি সংবাদের' সাথে নিজেদের যুক্ত করেছি।'

পরীমনির ইস্যুর মাঝে ভবিষ্যত সাংবাদিকদের জন্য শেখার অনেক কিছুই রয়েছে বলে জানান 'আমেরিকা প্রতিদিন' নামক পত্রিকার পরীমনি বিটের এক সাংবাদিক। তিনি বলেন, 'এত বিরাট এক অপরাধীকে নিয়ে কীভাবে সংবাদ করতে হবে, কীভাবে চাঞ্চল্যকর তথ্য বের করে নিয়ে আসতে হবে, কীভাবে তা পরিবেশন করতে হবে- ভবিষ্যত সাংবাদিকদের জন্য এইসব শিক্ষা আমরা রেখে যেতে চাই। এজন্য দরকার একটা সমৃদ্ধশালী আর্কাইভ। যে কাজটি 'দৈনিক পরীমনি সংবাদের' মাধ্যমে আমরা রেখে যেতে চাই। সিনিয়র সাংবাদিক হিসেবে জুনিয়রদের প্রতি এটা আমাদের নৈতিক দায়িত্ব।'

দৈনিক পরীমনি সংবাদের বিষয়ে আউটক্লাবের এক সাংবাদিকের সাথে কথা বলতে তিনি কাজের ব্যস্ততায় খুব একটা সময় দিতে পারেননি৷ জানা যায়, জেলে পরীমনির শার্টের বোতাম ছিড়ে সেই বোতাম থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া বিষয়ে একটি প্রতিবেদন লেখার কাজে তিনি ব্যস্ত আছেন।

১০৬৪ পঠিত ... ১৩:৩৪, আগস্ট ১১, ২০২১

Top