বালু তুলতে গিয়ে সাবমেরিন ক্যাবল ছেড়া দলকে টাইটানিক উদ্ধারের দায়িত্ব দেয়ার প্রস্তাব

৮৩৮ পঠিত ... ১৭:২৯, আগস্ট ১০, ২০২০

বৃটিশ যাত্রীবাহী জাহাজ আরএমএস টাইটানিক ডুবে গিয়েছিলো গত শতাব্দীর শুরুতে। ডুবে যাওয়ার প্রায় ৭৩ বছর পর বিজ্ঞানীরা এর ধ্বংসাবশেষ আবিষ্কার করলেও তা আর উদ্ধার করতে পারেননি।

তবে আজ প্রায় ১০৮ বছর পর টাইটানিক উদ্ধারে আশার আলো দেখছে সারাবিশ্ব। আর এই আশার আলো দেখাচ্ছে বাংলাদেশ। গতকাল এক্সকাভেটর দিয়ে বালু তুলতে গিয়ে মাটির নিচে থাকা সাবমেরিন ক্যাবল ক্ষতিগ্রস্ত করে ফেলেছে একটি দল। এই খবর ছড়িয়ে পড়ার পরই টাইটানিক নির্মাতা প্রতিষ্ঠান হোয়াইট স্টার লাইন টাইটানিক উদ্ধারে বাংলাদেশি এই বালু ছেড়া, সরি, বালু তুলতে গিয়ে ক্যাবল ছেড়া দলকে দায়িত্ব দেয়ার প্রস্তাব তুলেছেন।

নেটের লাইন ঠিক না থাকায় বারবার তারা লাইভে আসার চেষ্টা করেও ব্যর্থ হন। অতঃপর উত্তেজিত হয়ে আমাদের এক প্রতিবেদককে ফোন দেন কোম্পানির এক ডিরেক্টর। বাংলাদেশি এই দলটির ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, 'সামান্য এক্সকেভেটর মেশিন দিয়ে যারা মাটির নিচের ক্যাবল ছুঁইয়া ফেলেছে, ওরা হয়তো জাহাজও তুলতে পারবে। এমন উদ্যমী মানুষ পাইনি বলেই ১০৮ বছর ধরে আটলান্টিকের তলায় পড়ে থাকা টাইটানিক তুলে আনতে পারিনি। উনাদের টিমের কাউকে কি চেনেন? কাইন্ডলি জানাবেন।'

টাইটানিক তোলা গেলে জেমস ক্যামেরনের সাথে টাইটানিক সিনেমার সিকুয়াল বানানোর ইচ্ছা আছে বলেও জানালেন ভদ্রলোক।

টাইটানিক উদ্ধার করতে পারবেন কি না? জানতে চাইলে ক্যাবল ছিঁড়া টিমের অন্যতম সদস্য জ্যাক রমজান সাবমেরিন কেবল দিয়ে দাঁত খোঁচাতে খোঁচাতে বলেন, 'পারুম না মানে! রমজান পারে না এমন কোন কাম নাই। আমার হাত আকাশ থেকে পাতাল পর্যন্ত, ক্যাবল থেকে স্যাটেলাইট পর্যন্ত। খালি বিশ্বাস রাখবেন, লুঙ্গি কাছা দিয়া দরিয়াত নাইমা যামু। ৩ মিনিট পর দেখবেন টাইটানিক পানির মধ্যে ভাসতাছে।'

লুঙ্গি কাছা দিতে টাইটানিক উদ্ধারের জন্য প্রস্তুতও হয়ে যান রমজান। কিন্তু এখনো পর্যন্ত চুক্তি না হওয়ার কথা মনে করিয়ে দিলে রমজান বলেন, রমজান মিয়ার জবানই চুক্তি। দেশে এত কাম করছি খালি জবানে জবানে।'

এ পর্যায়ে পানিতে ডুব মেরে রমজান রোজের গলায় থাকা নীল লেকলেসটি তুলে এনে সেটার ছবি আমাদের দেখান (নেট খারাপ থাকায় ছবিটি লোড হয়নি বলে দেখানো সম্ভব হল না।)

তবে নেকলেসের ছবি দেখে বেশ লজ্জায় পড়ে যান ৭৩ বছর পর টাইটানিকের ধ্বংসাবশেষ আবিষ্কার করা দল। তারা বলেন, 'রমজান আলী থাকলে আবিষ্কার করতে ৭৩ বছর লাগতো না।'

রমজান থাকলে টাইটানিক ডুবতোই না, এমনটা উল্লেখ করে এক টাইটানিক গবেষক বলেন, 'ওইদিন টাইটানিকে রমজান থাকলে টাইটানিক আইসবার্গের লগে ধাক্কা খাওয়ার আগেই ড্রেজার মেশিন দিয়ে আইসবার্গটাকে ক্ষতিগ্রস্ত করা যেতো।'

৮৩৮ পঠিত ... ১৭:২৯, আগস্ট ১০, ২০২০

Top