পরীক্ষা ছাড়াই সরাসরি এডমিন ক্যাডারে নিয়োগ চান বিসিএস প্রস্তুতি গ্রুপের এডমিনরা

৯৩৯ পঠিত ... ১৭:৩৮, জুলাই ০২, ২০২০

আবদুর রহমান। 'বিসিএস কনফার্ম' ফেসবুক গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন। বিসিএস দিয়েছেন বেশ কয়েকবার। হয়নি। বয়সও ৩০ পার হয়ে গেলো এইবার। তার গ্রুপের অনেক মডারেটর ক্যাডার হয়ে গেছেন, কিন্তু নিজের বিসিএসটাই হয়নি। আবদুর রহমানের মতো ফেসবুকে এমন শত শত এডমিন আছেন, যারা গ্রুপ মেইনটেইন করতে গিয়ে নিজেরা বিসিএসের প্রিপারেশন নিতে পারছেন না। তবু এই নিয়ে খুব একটা আফসোস ছিল না তাদের।

কিন্তু এবার এসেছে পরিবর্তনের ডাক। এমন আত্মত্যাগী মানুষদের জন্য মানে নিজেদের জন্য কিছু একটা করতে চান তারা। সরকারের কাছে তাই তাদের আবেদন, পরীক্ষা ছাড়াই বিসিএস সংক্রান্ত ফেসবুক গ্রুপের এডমিনদের পিএসসির এডমিন ক্যাডারে নিয়োগ দানের। মডারেটরদের জন্য চাইবেন নন-ক্যাডার অন্তর্ভুক্তি।

নিজেদের হাতকে 'বিসিএস ক্যাডার গড়ার হাত' উল্লেখ করে আবদুর রহমান বলেন, 'এই হাতের উপর দিয়ে হাজার হাজার বিসিএস ক্যাডার জন্ম নিয়েছে। এখনো মনে পড়ে, এই হাত দিয়েই রহমত আলী শাকিল, রুহুল আমিন শরীফ, সুশান্ত পালসহ হাজার হাজার প্রথমের গ্রুপ জয়েন রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেছি আমি। চোখের সামনে তারা গ্রুপের আনাচেকানাচে গুটি গুটি পায়ে ঘুরতো, এটা সেটা কমেন্ট করতো, অনেক না জানা প্রশ্ন পোস্ট করতো। মাঝরাতে হলেও এই হাতেই সেগুলো অ্যাপ্রুভ করেছি।'

এমন স্বর্ণালী হাতের অধিকারী মানুষেরা বিসিএস ক্যাডার হওয়া থেকে বঞ্চিত থাকা এদেশের, এই সমাজের, পুরো বিসিএস জাতির জন্য লজ্জার বলেও উল্লেখ করেন তিনি।

গ্রুপের হাজার হাজার পটেনশিয়াল বিসিএস ক্যাডার তৈরি করতে গিয়ে নিজেরা বিসিএসে প্রিপারেশন নিতে পারেননি। 'বিসিএস কে আটকাবে' গ্রুপের এক এডমিন এমনটা দাবি করে বলেন, 'জয়েন রিকোয়েস্ট অ্যাপ্রুভ, পোস্টের ফ্যাক্ট চেকিং, কমেন্ট চেক, প্রশ্নের উত্তর খোঁজা, বইয়ের সন্ধান, প্রথম হওয়াদের ছবি, টিপস দেয়াসহ গ্রুপের হাজার রকমের কাজ করতে হয় আমাদের। দিনরাত গ্রুপের কাজ করতে গিয়ে নিজেরা প্রিপারেশন বিসর্জন দেই। আমাদের আত্মত্যাগ বিবেচনায় পরীক্ষা ছাড়া সরাসরি নিয়োগ পাওয়া আমাদের অধিকার।'

সরাসরি নিয়োগ না দিলেও অন্তত এডমিন ক্যাডারে 'ফেসবুক গ্রুপ এডমিন কোটা' অন্তর্ভুক্তির প্রস্তাবও রাখেন তিনি।

এডমিনশিপে নিজেদের অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিয়ে তিনি আরো বলেন, 'প্রতিযোগিতামূলক পরীক্ষার মতো একটি ভুল সিস্টেমে এডমিন ক্যাডার নিয়োগ না দিয়ে আমাদের মতো ২৪/৭ অভিজ্ঞতাসম্পন্ন এডমিনদের সরাসরি নিয়োগ দেয়াই হবে যৌক্তিক সিদ্ধান্ত। ডাক্তার বা ইঞ্জিনিয়ারদের চেয়ে এডমিন হিসেবে আমরা অবশ্যই অভিজ্ঞ।'

দাবি মেনে নেয়া না হলে পিএসসিকে দেখতে হতে পারে ডার্ক মানে অন্ধকার দিন, এমন সংকেত দিয়ে আবদুর রহমান বলেন, 'ভবিষ্যতের নিশ্চয়তা না দিলে ফেসবুকের বিসিএসগ্রুপগুলোর জন্য এডমিন, মডারেটর খুঁজে পাওয়া যাবে না। গ্রুপগুলো বিলুপ্ত হয়ে যাবে। বিসিএসের জন্য কেউ প্রিপারেশন নিতে পারবে না। হয়তো সামনের দিনগুলোতে কোন বিসিএস পরীক্ষার্থীই আর খুঁজে পাওয়া যাবে না। ঘরের খেয়ে বনের ক্যাডার অনেক তাড়াইছি...'

৯৩৯ পঠিত ... ১৭:৩৮, জুলাই ০২, ২০২০

Top