ফেসবুক প্রোফাইলের লক খুলতে তালা-চাবিওয়ালাদের শরণাপন্ন হচ্ছেন ফেসবুকাররা

১৩৮৩ পঠিত ... ১৭:২৫, জুন ৩০, ২০১৯

প্রোফাইলের গোপনীয়তা রক্ষার্থে ‘প্রোফাইল লক’ করার অপশন শুরু হয়েছে বেশ কিছুদিন ধরেই। সাধারণ প্রোফাইলে যেমন প্রাইভেসি নিয়ন্ত্রণ না করা পোস্ট, ছবি ইত্যাদি ফ্রেন্ড লিস্টে না থেকেও ঘাঁটাঘাঁটি করা যায়, লক করা প্রোফাইলে তেমন কিছুর সুযোগ থাকে না। এমনকি প্রোফাইল পিকচারটিও লক করা ফ্রেমের বাইরে এনে দেখা যায় না। এসব বাদেও ফেসবুক জীবনের সবচেয়ে বড় সমস্যা, লক করা প্রোফাইল থেকে আসা ফ্রেন্ড রিকোয়েস্ট!

ফেসবুকের এই অভিনব অপশনের জন্য জাকারবার্গের উপর যারপরনাই বিরক্ত ফেসবুক স্টকার সমাজ। আগেকার সাধারণ প্রাইভেসি অপশনের ফাঁকফোঁকর দিয়ে বেড়িয়ে আসা পোস্ট দেখে অগোচরেই বের করে ফেলা যেত নানা তথ্য। কিন্তু নতুন এই ডিজিটাল তালার ভেতরে সে সুযোগও আটক হয়ে গেছে। 

ক্রাশকে ৪ বার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরও এক্সেপ্টেড না হওয়া এক ব্যাক্তি আমাদের বলেন, ‘বহু চেষ্টা করেও ক্রাশের ফ্রেন্ড লিস্টে ঢুকতে পারলাম না। তা নিয়ে এতদিন মনে বেশি ব্যাথা পাই নাই। টাইমলাইনে ঢুকে অন্তত কয়েকটা পাবলিক করা ছবি দেখে শান্তি পাইতাম। একদিন তার কাছে আমজনতা না হয়ে কাছের মানুষ হওয়ার স্বপ্ন অন্তত দেখতে পারতাম। কিন্তু এই নতুন লক আসার পরে তার প্রোফাইল পিকচারটা পর্যন্ত দেখতে পারি না। প্রযুক্তির এমন অপব্যবহার কী আমরা চেয়েছিলাম?’ 

লক প্রোফাইলের ফ্রেন্ড রিকোয়েস্টে অতিষ্ট এক ফেসবুক ব্যবহারকারী আমাদের বলেন, ‘ফ্রেন্ড রিকোয়েস্ট এক্সেপ্ট করার আগে যাচাই বাছাই করতে হয়। কিন্তু লক প্রোফাইলে তো শুধু নাম ছাড়া প্রোফাইল পিকচারটাও ঠিকভাবে দেখা যায় না। প্রোফাইল লক করে অপরিচিত মানুষকে এড করার মানে কী? এত প্রাইভেসি নিয়ে মাথাব্যাথা থাকলে ফেসবুকে আসার দরকার কী? মাটির নিচে বাঙ্কার খুঁড়ে থাকলেই পারে!’

ফেসবুক লকের বিড়ম্বনায় ভোগা ফেসবুকাররা তাই ভিড় জমাচ্ছেন তালাচাবিওয়ালাদের কাছে। সকল ধরনের লক খোলার নিশ্চয়তা দেয়া চাবির দোকানগুলোতে প্রোফাইল খোলার চাবির খোঁজ করছেন তারা। তবে এই প্রোফাইলের এই তালা খোলার নতুন চাহিদায় কিছুটা হতভম্ব হয়ে পড়েছেন তালাচাবিওয়ালারা। অফলাইনে সব তালা খোলার নিশ্চয়তা দিলেও  অনলাইনের এই তালা খুলতে বিপাকে পড়ছেন তারা।

ঘরবাড়ি ও গাড়ির তালা এক্সপার্ট এক চাবিওয়ালার সাথে কথা বলতে গেলে তিনি আমাদের বলেন, ‘যেইটার তালা আছে, সেইটার চাবিও আছে। এমুন কোনো তালা কি পাইবেন যেইডার চাবি নাই? যেমন খুশি তালা হোক, আপনাদের দোয়ায় সেই চাবি ৯৯.৯% নিখুঁতভাবে বানায় ফেলতে পারি।’ 

কিন্তু ফেসবুকের লক করা প্রোফাইলও কি আপনাদের চাবি দিয়ে খোলা সম্ভব? প্রশ্ন করা মাত্র তালা-চাবিওয়ালা দাঁত করে হেসে বলেন, ‘ভাই এমুন কোনো লক তৈরি হয় নাই যেইডার চাবি আমরার কাছে নাই। আমরা বেশ কিছু অর্ডার পাইছি, কাজ চলতাছে। দ্রুতই ফেসবুকের লক খোলার চাবি পাইয়া যাইবেন।’

১৩৮৩ পঠিত ... ১৭:২৫, জুন ৩০, ২০১৯

Top