পরীক্ষার খাতা ছিনতাই করা ছিনতাইকারীকে ধন্যবাদ জানালো সানিডেলের শিক্ষার্থীরা

২১৯৬ পঠিত ... ২২:১৩, এপ্রিল ২০, ২০১৯

সম্প্রতি সানিডেল স্কুলের একটি নোটিশ ফেসবুকে দেখা যাচ্ছে, যাতে বার্ষিক পরীক্ষার খাতা হারিয়ে ফেলার জন্য অভিভাবকদের কাছে ক্ষমা প্রার্থনা করা হয়েছে। একজন শিক্ষকের ল্যাপটপের ব্যাগে নবম শ্রেণির পদার্থবিজ্ঞান ১ম পত্রের খাতা ছিল যা ছিনতাইকারী তার কাছ থেকে কেড়ে নেয়। স্কুলে আসার পথে তার সাথে এই ঘটনা ঘটে। এজন্য হারিয়ে যাওয়া খাতাগুলোতে পূর্ণ নম্বর (৪০) দেয়া হয়েছে।

এ ঘটনার পর খাতা হারানো শিক্ষার্থীদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। এবার তারা অন্যান্য পরীক্ষার খাতা ছিনতাই করার জন্য সেই ছিনতাইকারীকে খুঁজতে নেমেছে। এক শিক্ষার্থী বলেছেন, 'এমন ছিনতাই প্রতিটা পরীক্ষায় হওয়া উচিৎ। সেই মানবিক ছিনতাইকারীকে পেলে একটা ট্রিট দিতাম, আর বলতাম অন্যান্য ছিনতাইকারীদেরও যেন এ ব্যাপারে উৎসাহী করে তোলে। তাদের খাতা ছিনতাইটাকেই আসলে পেশা বানিয়ে নেয়া উচিৎ! এতদিনে উনারা বুঝলেন, মোবাইল-ল্যাপটপ নয়, শিক্ষাই সবচেয়ে মূল্যবান!'

অপরদিকে সানিডেলের যেসব শিক্ষার্থীর খাতা হারায়নি তারা শোকে মুষড়ে পড়েছেন। একজন শিক্ষার্থী বলেছেন, 'আজ খাতা হারালে আমিও পদার্থবিজ্ঞানে ৪০ পেতে পারতাম। অথচ আমি পেয়েছি ৮! ওদের খাতাই কেন হারাবে? এতে কারো সম্পৃক্ততা আছে বলে আমার মনে হয়। ওরাই ছিনতাই করিয়েছে কিনা, অবশ্যই খতিয়ে দেখতে হবে।'

অন্যান্য স্কুলের শিক্ষার্থীরা একই ধরনের ফল পাওয়ার জন্য ছিনতাইকারী খুঁজতে বসেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্কুলের একজন শিক্ষার্থী বলেন, 'কত দোয়া করেছি একসময় যেন পরীক্ষার খাতা হারিয়ে যায় বা খাতায় আগুন লেগে যায়.. সানিডেলের শিক্ষার্থীরা অনেক ভাগ্যবান। কিন্তু আমাদের মনে হচ্ছে নিজের ভাগ্য নিজ হাতেই তুলে নিতে হবে। এজন্যই আমরা বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ছিনতাইকারী খোঁজা কমিটি দিয়েছি। সেখানে আমরা খাতা চুরি করতে আগ্রহী ছিনতাইকারীদের খুঁজে বের করব এবং পরবর্তী ধাপে অগ্রসর হব।'

তবে এই ঘটনায় সবচেয়ে দুঃখে আছেন ছিনতাইকারী নিজে। নাম পরিচয় প্রকাশ না করার শর্তে তিনি বলেন, 'ভাবছিলাম মোটা একটা ল্যাপটপের ব্যাগে কত দামি একটা ল্যাপটপই না থাকবে! পাইলাম কী? এক বান্ডিল খাতা! এটা ছিনতাইকারী অধিকারের ওপর হস্তক্ষেপ ভাই! স্টুডেন্টদের ভয়ে খাতাগুলা ফেরত দিয়ে মোবাইল-ল্যাপটপ এইসব নিয়ে আসতে পারতেছি না। ওই মিয়া, আপনার ব্যাগে কি ল্যাপটপ না খাতা? ল্যাপটপ থাকলে ব্যাগটা দিয়া যান...'

২১৯৬ পঠিত ... ২২:১৩, এপ্রিল ২০, ২০১৯

Top