ট্রাফিক সপ্তাহে খাগড়াছড়ি পুলিশের প্রকাশিত সাবধানবার্তায়, বানান বিষয়ক কোন সাবধানতা ছিল না

১১৬০ পঠিত ... ২১:৩৮, আগস্ট ০৮, ২০১৮

নিরাপদ সড়ক নিশ্চিতকরণে বাংলাদেশ সরকার ৫ থেকে ১১ আগস্ট পর্যন্ত ঘোষণা করেছে ‘ট্রাফিক সপ্তাহ’ হিসেবে। সেই উদ্দেশ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ সড়কে নিরাপত্তার জন্য পথচারী এবং চালকদের জন্য প্রকাশ করেছে সাবধানতার একটি তালিকা। কিন্তু তালিকায় চোখ বুলিয়ে দেখা গেল, নিরাপত্তা নিয়ে চিন্তিত, ব্যথিত এবং মর্মাহত জেলা পুলিশ কর্তৃপক্ষ তাদের নির্দেশনায় বানানের ঠিক-ভুল নিয়ে খুব একটা তোয়াক্কা করেননি। তাই পারমিট পালটে হয়ে গেছে ফার্মিট, আর ‘ট্যাক্স’ এর য-ফলা এবং আকার সন্ধি বদ্ধ হয়ে দাঁড়িয়েছে ‘টেক্স’-এ!

এমনকি তাদের এই নির্দেশনাটি ছিল ভবিষ্যতে যারা ‘চালক’, ‘পথচারী’ এবং ‘মালিক’ হতে চলেছেন- তাদের উদ্দেশ্য করে, এজন্য তাদের নামের পাশে জুড়ে দেওয়া হয়েছে ‘হউন’ শব্দটি। বর্তমানের চালক, পথচারী কিংবা মালিকদের নিয়ে বোধহয় তাদের কোন মাথাব্যথা নেই। যিনি এই নির্দেশনার তালিকাটি বানিয়েছেন, তিনি বোধহয় বাংলা দ্বিতীয় পত্রে বরাবরই কম নম্বর পেয়ে এসেছেন। ষ-ত্ব এবং ণ-ত্ব বিধান নিয়ে তার দক্ষতা কিছুটা নড়বড়ে, যার প্রমাণ তিনি রেখেছেন ‘টার্নিং’ এর মত বিদেশী ভাষার শব্দকে ‘টার্ণিং’ লিখে।

পুরো তালিকায় চোখ বুলিয়ে দেখা যায়, মোটমাট পনের বার নির্দেশনা লেখক তার ভুল বানানে পারদর্শিতার পরিচয় দিয়েছেন। ভুল বানান ছাড়াও রয়েছে বাক্যের অসঙ্গতি। তিনি ‘মদ্য পান’ অবস্থায় গাড়ি চালাতে নিষেধ করেছেন, কেউ গাড়ির স্টিয়ারিং ছেড়ে দিয়ে হাতে ওয়াইনের গ্লাসে চুমুক দিতে দিতে গাড়ি চালাবেন- ব্যাপারটা চিন্তা করে বাস্তবতা যেন কিছুটা গোলমেলে জট পাকিয়ে যায়!

একটা নতুন শব্দেরও আবিষ্কার করা গেছে সে নির্দেশনায়। ‘পুনাঙ্গ’ নামে কোন শব্দ হয়তো কেউ এখনও শোনেইনি, তাই সম্মানিত লেখক এই শব্দটির আবিষ্কর্তা হিসেবে নিজেকে দাবী করার পূর্ণাঙ্গ অধিকার রাখেন! উল্লেখযোগ্য অসঙ্গতি হিসেবে পাওয়া গেছে ‘অসুস্থ্য’, ‘ভূয়া’, ‘দুরত্ব’, ‘পাক্কালে’, ‘দুরযাত্রা’র মত ভুল কিছু বানান।

বাংলা একাডেমি থেকে অবিলম্বে খাগড়াছড়ি জেলা পুলিশকে কিছু ‘আধুনিক বাংলা অভিধান’ সরবরাহ করলে নিরাপদ সড়কের সাথে সঠিক বানান রীতিটাও হয়তো বা রক্ষা হবে।

১১৬০ পঠিত ... ২১:৩৮, আগস্ট ০৮, ২০১৮

Top