পটুয়াখালীতে খোলা হলো দেশের প্রথম 'কম্বাইন্ড গার্লস স্কুল'

১১৯৩ পঠিত ... ২০:০০, ডিসেম্বর ০১, ২০১৭

গত সোম ও মঙ্গলবার পটুয়াখালীর বাউফলে কালাইয়া হায়াতুন্নেচ্ছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ঘটে গেছে এক বিরল ঘটনা। এই বালিকা বিদ্যালয়ে মেয়েদের পাশাপাশি ছেলেদের ভর্তি হতে কালাইয়া বন্দরে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে। যদিও ছেলেদের ভর্তির আবেদনের বিষয়টি নাকচ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

পটুয়াখালির বাউফলে অবস্থিত সেই 'বালিকা' বিদ্যালয় এবং তাদের প্রচারিত লিফলেট

'চোর ধরার জন্য মেয়েদের পাশাপাশি ছেলেদেরকে দক্ষ করে তুলতে হবে।' পটুয়াখালীর বাউফলে কালাইয়া হায়াতুন্নেচ্ছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমনই বক্তব্য প্রদান করেন।

চোর ধরার সঙ্গে এই উদ্যোগের সম্পৃক্ততার কারণ জানতে চাওয়া হলে তিনি ব্যাখ্যা করে বলেন, ‘মীনা স্কুলের জানালার পাশে দাড়িয়ে সেই যে দুইয়ের ঘরের নামতা শিখে চোর ধরেছিল, সেখান থেকেই এমন অভাবনীয় আইডিয়ার উৎপত্তি। মেয়েদের স্কুলের সামনে যে পরিমাণ ছেলে দাড়িয়ে থাকে, তাদের যদি মেয়েদের সাথে পড়ার সুযোগ দেয়া হয় তবে দুইয়ের ঘরের নামতা শিখে তারাও চোর ধরার কাজে সহায়তা করতে পারবেন।' চোর ধরার ক্রেডিট মেয়েদের একার থাকা উচিৎ নয়- এমন ধারণা থেকেই তিনি মীনার পাশাপাশি স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকা রাজুদেরকেও এই সুযোগ দিতে চান বলে জানান।

বিদ্যালয়ের নাম বালিকা বিদ্যালয়, সেখানে ছেলেদের পড়ার বিষয়টি কতটুকু যৌক্তিক অভিভাবকদের এমন অভিযোগে প্রধান শিক্ষক বলেন, ‘দেখেন, বখাটে অনেক ছেলেই গার্লস স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকে। সুতরাং স্কুলের নাম কিন্তু তাদের শিক্ষার প্রতি আগ্রহে প্রভাবিত করছে। তাই এটাকে বালিকা বিদ্যালয় হিসেবে রাখলেই ভালো। এতে করে কোনো ছেলে স্কুলের বাইরে দাঁড়িয়ে থেকে বোর হয়ে গেলে সে চট করে ভর্তি হয়েও শিক্ষা গ্রহণ করতে পারবে!’

স্কুল কমিটির সভাপতি ও অন্যান্য সদস্যদের এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে তারা বিষয়টি এড়িয়ে মন্তব্য করেন, ‘বিদ্যালয়ের নাম এখনও বালিকা বিদ্যালয় কেন? এইগুলা ইডিট করা যায় ভাই!’ মাইকিং এর সময় তারা ঘুমে ছিলেন না স্লিপিং ওয়াকে ব্যস্ত ছিলেন তা বিতর্কিত। 

১১৯৩ পঠিত ... ২০:০০, ডিসেম্বর ০১, ২০১৭

Top