এই গরমে আপনার শত্রুর আরাম যেভাবে হারাম করবেন

৫২৪ পঠিত ... ১৫:৪১, এপ্রিল ০৮, ২০২৩

Ai-gorome

শত্রুর আরাম হারাম করার এটাই মোক্ষম সময়। এই গরমকে কাজে লাগিয়ে যদি নিজের শত্রুকে শায়েস্তা নাই করলেন তাহলে এই গরম আসা পুরাই বৃথা। তাই আপনাদের জীবন বৃথার হাত থেকে বাঁচাতে eআরকি নিয়ে এসেছে শত্রুর আরাম হারাম করার অব্যর্থ উপায়!

 

১#

তাকে ডেকে নিয়ে আসুন। বাসায় বা একটা টং-এ বসেন দু’জনে মিলে। তারপর শত্রুকে একটার পর একটা গরম চা খাওয়াতে থাকবেন। এই গরমে, গরম চা খেলে জীবনে আর কোনো অশান্তি লাগে না!

 

২#

আপনারা একসাতে ঘুরতে যাওয়ার প্ল্যান করেন। তারপর আস্তে করে তাকে জানালার সীটটা ছেড়ে দেবেন। বাসের জানালা দিয়ে যে পরিমাণ রোদ আসে, যে কেউ বারবিকিউ হয়ে যাবে।

 

৩#
দুপুরবেলা কোনো এক অঘটন ঘটিয়ে তাকে গোসল করতে বাথরুমে ঢুকিয়ে দেবেন। দুপুরবেলা কলের পানি যে পরিমাণ গরম থাকে, ওই পরিমাণ গরম পানি সারাদিন ফুটাইলেও হয় না।

 

৪#

আপনারা দু’জনে মিলে বিজয় স্মরণী হয়ে মহাখালী ঘুরতে যান। তারপর তাকে জ্যামে বসিয়ে রেখে চুপচাপ কেটে পড়বেন। একে তো বিজয় স্মরণীর জ্যাম তার ওপর মাথার উপর রোদ। জীবন এখানেই কেয়ামত হয়ে যাবে!

 

৫#

আপনার শত্রুকে ঘন ঘন পরিশ্রম করান। এই গরমে পরিশ্রম করলে একটু পানির জন্য জান হাঁসফাঁস করবে, ঠিক তখনই তাকে কল থেকে মাত্র নেয়া এক গ্লাস গরম পানি খেতে দেবেন।

 

৬#
আপনার শত্রুকে বসতে দেবেন এমন একটা চেয়ার বেছে নিন। সারাদিন রোদের মধ্যে চেয়ারটা রাখার পর তাকে বসতে দেবেন। এমন জায়গায় গরম লাগবে যে কিছু বলারও পাবে না!

 

৭#

রাস্তায় একসাথে হাঁটতে বের হয়ে ১০ টাকার বিস্কুটের বিনিময়ে আপনার শত্রুর পেছনে এলাকার কুকুর লাগিয়ে দিন। মাথার উপর সূর্য আর পেছনে কুকুর নিয়ে ম্যারাথন দিলে, আপনার খরচ করা টাকাও স্বার্থক হবে।

 

৮#
বেশি কিছু না, এই গরমে শত্রুকে বাসায় ডেকে, সব গরম গরম খাবার খাওয়ান। আর ফ্যান নষ্ট হওয়ার বাহানা দিয়ে ফ্যান বন্ধ রাখুন। ব্যস, আজীবনের সব শোধ এক গরমে উসুল করে নিচ্ছেন।

৫২৪ পঠিত ... ১৫:৪১, এপ্রিল ০৮, ২০২৩

Top