যে কারণে দেশে এত গরম

৪৯২ পঠিত ... ১৭:৩৭, জুন ০৭, ২০২৩

যে-কারণে-দেশে-এত-গরম

দেশ গরমের বন্যায় ভেসে যাচ্ছে। গরমে কাঁপতে কাঁপতে মানুষ পানির নিচ থেকে উঠতেই চাচ্ছে না। কেন এত গরম? এর পেছনের রহস্য কী? এটা জানতেই eআরকি চালিয়েছে একটা পরীক্ষা। উক্ত পরীক্ষার ফলাফলই বলে দেবে এই গরমের কারণ।

১#

জানা গেছে, ইদানিং দেশের মানুষের টাকার গরম হু হু করে বেড়ে গেছে। প্রকৃতি এই টাকার গরম না নিতে পেরেই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে!

২#

বাংলাদেশ প্রতিদিন কোনো না কোনো নতুন উন্নয়নের মুখ দেখছে। আজকে মেট্রোরেল তো কাল পদ্মাসেতু, পরশুদিন আরও নতুন কিছু। একটা দেশে এতো উন্নয়ন সাধিত হলে গরম তো হবেই!

৩#

যে দেশে যত বেশি সহ-সভাপতি সে দেশে তত বেশি গরম! আর আমরা সবাই জানি, বাংলাদেশের ঘরে ঘরে সহ-সভাপতি।

৪#

বাংলাদেশের চার ভাগের তিনভাগ জুড়েই গাছ আর গাছ। একটা দেশে এতো গাছ থাকলে বাতাস আসবে কোন ফাঁক দিয়ে? বাতাস আসার কোনো ফাঁক অবশিষ্ট নেই বলেই এতো গরম।

৫#

একটা দেশে যদি গণহারে সবাই হেলমেট পরে রাস্তায় বের হয় তাহলে তো উপর থেকে ভিটামিন ডি মাথায় লাগানোর জন্য গরমের তাপমাত্রা বাড়ানো হবেই। হেলমেট পরার কারণেই আসলে এতো গরম।

৬#

দেশ থাকলে, দেশে মানুষ থাকলে, মানুষ বসবাস করলে, দেশ চললে গরম পড়বেই। গরম লাগবেই! যদি দেশই না থাকে, মানুষই না থাকে তাহলে গরমও নাই সমস্যাও নাই! তাই এই গরমের আসল সমস্যা এই দেশের টিকে থাকা।

৪৯২ পঠিত ... ১৭:৩৭, জুন ০৭, ২০২৩

Top