বইমেলায় যাওয়ার জন্য গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ড খুঁজে পাওয়ার অব্যর্থ উপায়

২৮১ পঠিত ... ১৭:৩৭, ফেব্রুয়ারি ০৫, ২০২৩

বইমেলায় যাওয়ার জন্য

পার্টনার নাই দেখে অনেকে নাকি বইমেলায় যেতে পারছেন না! তাদের জন্যই eআরকি নিয়ে এলো এই বইমেলার আগে মিঙ্গেল হওয়ার দুর্দান্ত সব নিনজা টেকনিক।

 

১# Linkedin-এ ভ্যাকেন্সি পোস্ট দিতে পারেন। পোস্টের সাথে অবশ্যই যোগ্যতা, কাজের ধরন, স্যালারিসহ অন্যান্য সুযোগ সুবিধার কথা অবশ্যই উল্লেখ করেন।

 

২# অন্তত বইমেলার কথা চিন্তা করে এক্সের সাথে সকল ঝামেলা শেষ করে ফেলুন। বইমেলায় ঘুরার পাশাপাশি পুরো ভ্যালেন্টাইন উইকও কাভার হয়ে যাবে।

 

৩# ফেসবুকে অ্যাড দিতে পারেন, প্রেমিকা খুঁজে পত্রিকায় বিজ্ঞাপনও দিতে পারেন। বিলবোর্ডের বিষয়েও ভাবা যায়।

 

৪# বইমেলার সামনে প্রেমিক/প্রেমিকা চেয়ে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে পারেন। এক্ষেত্রে ভাইরাল হওয়ার সম্ভাবনাও আছে। পাশাপাশি পুলিশের হাতে পড়ার সম্ভাবনাও বাদ দেয়া যায় না।

 

৫# আপনার মতো আরও অনেক সিঙ্গেল হতাশ হয়ে আশেপাশে ঘুড়ে বেড়াচ্ছে। তাদের নিয়ে একটা কমিউনিটি তৈরি করুন। এরপর নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করুন।

 

৬# বইমেলায় কাউকে একা একা ঘুরে বেড়াতে দেখলে তার কাছে যান, কথা বলুন, পরিচিত হোন। কে জানে, হয়তো সামনের বইমেলাতে আপনাকে আর এমন কন্টেন্ট পড়ে সময় ব্যয় করতে হবে না।

 

৭# সবসময় যে বিপরীত লিঙ্গের সাথেই মেলায় যেতে হবে এমন কোন কথা নেই। আপনি ছেলে হলে ছেলের সাথেও যেতে পারেন, মেয়ে হলে মেয়ের সাথেও যেতে পারেন। বেস্ট অফ লাক।

২৮১ পঠিত ... ১৭:৩৭, ফেব্রুয়ারি ০৫, ২০২৩

Top