ফুটবল ছেড়ে দিয়ে ক্রিকেটে যোগ দিয়েছেন বিশ্বের যেসব নামিদামী ফুটবলাররা (ছবিসহ)

৫৭০৩ পঠিত ... ২১:৪২, মার্চ ০৫, ২০১৬


বাংলাদেশে ক্রিকেটের ভয়াবহ জনপ্রিয়তা দেখে গতকাল এক সংবাদ সম্মেলনে ফুটবল ছেড়ে ক্রিকেট খেলার ঘোষণা দিলেন (বাঁ থেকে) কাকা, মেসি, রোনালদিনহো, ক্রিস্টিয়ানো রোনালদো, ডেভিড বেকহাম এবং রবিনহো। তাদের প্রত্যেকেরই ইচ্ছা তারা বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলেন কিন্তু বাংলাদেশের সকল ক্রিকেটার যেরকম ফর্মে আছেন তাতে কবে তারা জাতীয় দলে ঢুকতে পারবেন এ নিয়ে অনিশ্চিত জীবন যাপন করছেন।


কয়েক মৌসুম আগে ইংলিশ কাউন্টি ক্রিকেটে সাকিব আল-হাসানের খেলেছেন ওরচেস্টারশায়ারের হয়ে। সেই সাকিবের মধ্যস্থতায় বাড্ডা প্রগতি সংঘে খেলতে এলেন ফরাসি বংশোদ্ভূত মিডল অর্ডার ব্যাটসম্যান জিনেদিন জিদান।


বিতর্ক যেন পিছু ছাড়ছেই না তার। শ্রীলংকান ব্যাটসম্যান মিশানায়েকে অর্ধতুঙ্গার বিতর্কিত আউট নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন আর্জেন্টাইন বংশোদ্ভূত আম্পায়ার ডিয়েগো মারাডোনা। পরশু হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচে আবার বিতর্কের মুখে পড়লেন কুয়েতি ওপেনার ওয়াহালান বিন সোয়াহালানের আউটকে কেন্দ্র করে।


এ নিয়ে টানা ৬৩ বারের মতো শূন্য রানে আউট হলেন লিওনেল মেসি। ব্রাজিলিয়ান স্পিন বোলার কাকাকে টপকালেই বিশ্বরেকর্ডটি কেবল তারই।


আট নম্বরে ব্যাট করতে নেমে তিন উইকেট নিয়েছেন কাকা। উল্লাস তার করারই কথা!


টানা ইনজুরি কাটিয়ে কতোটা সাফল্য পাবেন ক্রিস্টিয়ানো রোনালদো, এ নিয়ে সংশয় ছিল ক্রিকেট বোদ্ধাদের। সেই সংশয় কাটিয়ে নরসিংদী হাই স্কুল মাঠে অনুষ্ঠিত টি-টোয়েন্টি ম্যাচে আবার স্বমূর্তিতে ফিরলেন এই মিডিয়াম পেসার।


নবম উইকেট জুটিতে জিদানকে সঙ্গে নিয়ে রীতিমতো রানের বন্যা বইয়ে দিয়েছিলেন মুন্সিগঞ্জ জেলা দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান ডেভিড বেকহাম। তাকে সাজঘরে ফিরিয়ে দিয়ে উল্লাসে মেতে উঠেছেন লালমনিরহাটের অফস্পিনার রবিনহো এবং কাকা।


কোমরে টানা বাতের ব্যাথা দীর্ঘদিন তাকে রেখেছিল মাঠের বাইরে। সেই রোনালদিনহো হাইতির বিপক্ষে আবার আলো ছড়ালেন ৪৭ রান করে, নিয়েছেন দুটি ক্যাচও।


উইকেট-খরা যেন কাটছেই না রোনালদোর। গতকালও ১৬২ রান খরচ করে পেয়েছেন একটি মাত্র উইকেট। মুখে যদিও ছিল হাসি, ভেতরে কি দল থেকে বাদ পড়ার আশঙ্কা ভর করেনি একসময়কার এই ফুটবলারের?

৫৭০৩ পঠিত ... ২১:৪২, মার্চ ০৫, ২০১৬

Top