আর গাছ লাগাইয়েন না, এত গাছ কাটতে পারব না: ছাত্রলীগের উদ্দেশ্যে আমলা, রাজনীতিবিদ ও প্রভাবশালীরা

৬৫ পঠিত ... ১৭:০৫, এপ্রিল ২৩, ২০২৪

16 (4)

তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও SDG অর্জনের লক্ষে বাংলাদেশ ছাত্রলীগের ১০ দিনে ৫ লক্ষ গাছ লাগানোর একটি কর্মসূচি চলমান আছে। এই কর্মসূচি নিয়ে ছাত্রলীগ ব্যাপক প্রশংসা পাচ্ছে। বিশেষ করে দীর্ঘদিন সাফল্যের সাথে গাছ কেটে সাফ করে ফেলা মেয়র, বিশ্ববিদ্যালয় ভিসি, আমলা, রাজনীতিবিদ, প্রভাবশালীরা ছাত্রলীগের এই বৃক্ষরোপন কর্মসূচির ভূয়সী প্রশংসা করেছে। ছাত্রলীগের এই প্রকৃতি প্রেম যুগ যুগ ধরে গাছ কাটা অক্ষরে লেখা থাকবে বলেও জানান তারা। এক বিবৃতিতে তারা জানান, ‘আমরা ছাত্রলীগকে এই কাজে উৎসাহ দিতে চাই। সেজন্য আমরা এতদিন যত গাছ কেটেছি সব গাছের গুড়ি দিয়ে ‘অভিনন্দন’ লেখার সিদ্ধান্ত নিয়েছি।’

গাছ কেটে খ্যাতি অর্জন করা এক উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, ‘আগের মত গাছ কাইটা আরাম পাই না। কইমা গেছেগা। মাঝে মাঝে তো ভয় লাগে যে, গাছ কাটতে পারব তো! ছাত্রলীগ আমাদের চিন্তা দূর করে দিয়েছে। এই ৫ লক্ষ গাছই আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা। এই গাছগুলো একদিন বড় হবে, আরাম করে কাটতে পারবো—এই ভেবে তো দিন যাচ্ছে কয়েকদিন। ধন্যবাদ ছাত্রলীগ।’

তবে ছাত্রলীগের ৫ লক্ষ গাছ লাগানো অনেক বেশি বেশি বলেও মন্তব্য করেছেন কেউ কেউ। এমন এক মেয়র ছাত্রলীগকে উদ্দেশ্য করে বলেন, ‘আর গাছ লাগাইয়েন না, এত গাছ কাটতে পারব না। আমরা সিদ্ধান্ত নিছি দেশটাতে মিডলইস্ট বানামু। চারপাশে থাকবে চোখ জুড়ানো মরুভূমি। দেশে এমনিতে এত এত গাছ, এইগুলা কাইটাই কূল পাই না। আপনাগোর এই ৫ লক্ষ গাছ কেটে কবে স্বপ্ন পূরণ করব!’

তবে টুকটাক সমালোচনা থাকলেও ছাত্রলীগের এমন কার্যক্রমের প্রশংসার ভারটাই বেশি। লোকাল এক নেতা ছাত্রলীগকে ভবিষ্যৎদ্রষ্টা উপাধি দিয়ে বলেন, ‘আমরা তো গাছ খাইছি, আমাদের বাচ্চাকাচ্চারা কী খাইবো? এই নিয়ে অনেক দুশ্চিন্তা হইতো। ঘুমাইতে পারতাম না। ছাত্রলীগ আমাগোরে চিন্তামুক্ত করলো। ছাত্রলীগ জ্ঞানী, কারণ ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ।’

৬৫ পঠিত ... ১৭:০৫, এপ্রিল ২৩, ২০২৪

Top