পানির ট্যাংকিতে লিকার গাঢ় নাকি হাল্কা হবে তা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রুপের সংঘর্ষ

৫৭ পঠিত ... ১৬:৫৫, এপ্রিল ২৩, ২০২৪

14 (7)

ব্রাহ্মণবাড়িয়ার নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলায় পানির ট্যাংকিতে লিকার গাঢ় নাকি হাল্কা হবে এর জের ধরে একটি গ্রামের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ। অন্তত শতাধিক মানুষ আহত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ২টার দিকে নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার একটি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে অনেক বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়। প্রথমে তর্কাতর্কি দিয়ে শুরু হলেও শেষে সেটা হাতাহাতি পর্যায়ে রুপ নেয়।

সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬ রাউন্ড বরাপের বুলেট ছোঁড়ে এবং ৩৩ জনকে ঠান্ডা পানিতে চোবানো হয়।   

স্থানীয়রা জানান, ‘পানির ট্যাংকিতে লিকার গাঢ় নাকি হাল্কা হবে তা নিয়ে এক গোষ্ঠীর সঙ্গে অন্য গোষ্ঠীর বেশ অনেকদিন ধরেই ঝামেলা চলছিল। এরই জের ধরে আজ পক্ষ দুটি দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের হাতে ছিল, পুশ শাওয়ার, বেসিনের কল এবং এমন আরও অনেক কিছুই।’

আজকের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন করে যেন সংঘর্ষ না হয় সেজন্য ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং গ্রামবাসীর সুবিধার্থে আগামী কিছুদিন পানির ট্যাংকিতে লিকার কতটুকু হবে সেই সিদ্ধান্ত গ্রহণ করবে নিয়োজিত পুলিশ।

৫৭ পঠিত ... ১৬:৫৫, এপ্রিল ২৩, ২০২৪

Top