মানুষ এখন উভচর প্রাণী; ডারউইনের নতুন তত্ত্ব

৪৩ পঠিত ... ১৬:৪০, এপ্রিল ২৩, ২০২৪

15 (8)

আধুনিক বিজ্ঞানের যতগুলো গুরুত্বপূর্ণ আবিষ্কার তার অন্যতম ব্রিটিশ বিজ্ঞানী চার্লস ডারউইনের বিবর্তনবাদের তত্ত্ব। তার এই তত্ত্বে দেখানো হয়েছে প্রাণীরা সময়ের সাথে সাথে প্রাকৃতিক নিয়মে ধীরে ধীরে কীভাবে পরিবর্তিত হয়েছে। তার এই বিবর্তনবাদের তত্ত্বে এখন যোগ হয়েছে নতুন মাত্রা। গতকাল এক ভুয়া, অবিশ্বাস্য সূত্রের মাধ্যমে বিজ্ঞানী চার্লস ডারউইন জানিয়েছেন, ‘মানুষ এখন উভচর প্রাণী।’

তিনি এই প্রক্রিয়াকে ইংরেজিতে নাম দিয়েছেন, ন্যাচারাল ট্রান্সফরমেশন বা প্রাকৃতিক পরিবর্তন। যার মাধ্যমে একটি মানুষ জলে এবং স্থলে দুই জায়গায়ই বাস করতে পারে।

এক অবিশ্বাস্য লিংকের মাধ্যমে জানা যায়, ‘বাংলাদেশের মানুষের এই গরমে দিনে ৮ বার গোসল করা, এবং ঘণ্টা ধরে বাথরুমে পানির নিচে বসে থাকাকে উদ্দেশ্য করেই এমন তত্ত্ব আবিষ্কার করেছেন তিনি।’

এই তত্ত্ব জানাজানি হলে, মানুষকে নিজের বন্ধু-বান্ধব হিসেবে ঘোষণা দিচ্ছে পৃথিবীর সব ব্যাঙ সমাজ। তারা জানিয়েছে, ‘মানুষ আর আমরা তো একই। এতদিন কেউ প্রমাণ করতে পারে নাই, এখন পেরেছে।’

৪৩ পঠিত ... ১৬:৪০, এপ্রিল ২৩, ২০২৪

Top