রিমান্ডে ডিমের পরিবর্তে বাড়ছে পুশ শাওয়ারের ব্যবহার

৫৮ পঠিত ... ১৬:৩৬, এপ্রিল ২৩, ২০২৪

21 (6)

বাজেট স্বল্পতা এবং গরমকে কাজে লাগানোর জন্য রিমান্ডে হুট করে বেড়ে গিয়েছে পুশ শাওয়ারের ব্যবহার। ডিমের পরিবর্তে পুশ শাওয়ার ব্যবহার করায় একদিকে খরচ প্রায় অর্ধেক হয়েছে এবং অব্যবহৃত ডিম দিয়ে নিজেদের প্রোটিনের চাহিদা পূরণ করতে পারছেন রিমান্ডের দায়িত্বে থাকা অফিসাররা। পুশ শাওয়ারের যথাযথ ব্যবহারের জন্য বেশিরভাগ রিমান্ড দুপুরের তপ্ত রোদ থাকাকালীন সময়ে করা হচ্ছেও বলে জানা যায়।

রিমান্ডের দায়িত্বে থাকা এক অফিসার আমাদের বলেন ‘আগে আমাদের বাজেটে কুলাতো না। পাশাপাশি প্রচুর ডিম অপচয় হতো। যেগুলো পরে খাওয়ার উপযোগীও থাকত না। হিটওয়েভকে ধন্যবাদ, এখন কম খরচে দ্রুত আসামীদের থেকে তথ্য বের করে ফেলতে পারি। দুই থেকে একবার জায়গামতো পুশ শাওয়ার তাক করলেই আসামীরা সুরসুর করে বলে দেয়। মাঝেমধ্যে আমাদের চা খেতে ইচ্ছা হলে পুশ শাওয়ার থেকে কাপে পানি ঢেলে চা-পাতি দিয়ে খেয়ে নেই।’ 

অন্যদিকে পুশ শাওয়ার নিষিদ্ধের দাবি জানিয়ে মানববন্ধন করেছে বিভিন্ন সময়ে রিমান্ডে যাওয়া আসামীরা। পুশ শাওয়ারকে মানবতার পরিপন্থী বলে আখ্যায়িত করেছেন তারা। মানববন্ধনে পুশ শাওয়ারের কুশপুত্তলিকা দাহ করতে করতে এক সাবেক আসামী আমাদের বলেন, ‘আমাদের ডিমের দিন ফিরিয়ে দেওয়া হোক। পুশ শাওয়ারের থেকে জন্য রিমান্ড থেকে বের হওয়া আসামীদের বার্নল কিনতে কিনতে জমিজমা বিক্রি করে ফেলতে হয়।’

৫৮ পঠিত ... ১৬:৩৬, এপ্রিল ২৩, ২০২৪

Top