পানির ভেতর এসি চায় যমুনা নদীর বাঘাইড়

৮০ পঠিত ... ১৭:২০, এপ্রিল ২২, ২০২৪

32 (3)

তীব্র গরমে মানবকুলের পাশাপাশি বিপদে আছে প্রাণীসমাজও। রাস্তাঘাটের পানির নিচের পরিবেশও গরম হয়ে যাওয়ায় এবার পানির নিচে এসির দাবি জানিয়েছে যমুনা নদীর বাঘাইড় মাছ সমাজ। তবে পানির নিচে এসি চালানোর মতো বিদ্যুতের ব্যবস্থা কীভাবে করা হবে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেনি কেউ। বাঘাইড় সমাজের একজন একান্ত কাল্পনিক সাক্ষাৎকারে আমাদের বলেন, ‘আমার যমুনার জল দেখতে কালো, প্রেম করিতে লাগে ভালো, যৌবন খতম আমার গরমে। এমনিতেই যমুনায় এখন পানি কম এর মধ্যে গরমের সোদনে সোজা হয়ে সাঁতরাতেও পারছি না। এমন আরও কয়েকদিন চলতে থাকলে আপনারা নদী থেকেই সরাসরি স্টিমড ফিশ হিসেবে আমাদের খেয়ে ফেলতে পারবেন। আমাদের বাঁচাতে অতিদ্রুত এসির ব্যবস্থা করুন।’

অন্যদিকে বাঘাইড় মাছের এমন দাবির পরিপ্রেক্ষিতে পানির নিচে গাছ লাগানোর ব্যবস্থা করার বুদ্ধি দিয়েছেন বেশ কয়েকজন। এক বুদ্ধিজীবী মাথা চুলকাতে চুলকাতে আমাদের বলেন, ‘এসি লাগিয়ে পরিবেশের আরও বারোটা বাজানোর কোনো মানে নাই। গরম কমাতে স্থলের মত জলেও বেশি বেশি গাছ লাগালে পানির নিচে বৃষ্টিপাত বাড়বে, ফলে গরম কমে যাবে।’ তবে পানির নিচে কীভাবে বৃষ্টিপাত হবে জানতে চাইলে বুদ্ধিজীবী ভাইটি ব্রাত্য রাইসুর মতো ‘আপনি কে? আপনারে চিনি না’ বলে পালিয়ে যান।

৮০ পঠিত ... ১৭:২০, এপ্রিল ২২, ২০২৪

Top