গরমে বাংলাদেশে হুহু করে বাড়ছে AC Milan ক্লাবের ভক্ত

৬০ পঠিত ... ১৬:৪১, এপ্রিল ২০, ২০২৪

17 (4)

চলছে হিটওয়েভ, আর চলমান এই গরমের সোদনে টিকতে না পেরে দেশে হুহু করে বাড়ছে AC Milan ক্লাবের ভক্ত। হুট করে ফ্যানপেইজে এত এত ভক্ত বেড়ে যাওয়ায় কিছুটা অবাক ক্লাবের লোকজনও। তবে গরমের সাথে AC Milan ভক্ত হওয়ার সম্পর্ক কী জানার জন্য এক সিজনাল ফ্যানের কাছে গেলে তিনি বলেন, ভাই এই গরমে কানের কাছে এসে কেউ এসি বললেও একটু শান্তি লাগে। সে জায়গায় পুরোদস্তুর একটা ক্লাবের ভক্ত হলাম, বুঝতেই পারছেন এখন কেমন শান্তিতে জীবনযাপন করবো। তাছাড়া শুধু গরমটা বিষয় না AC Milan ক্লাবের রয়েছে সুদীর্ঘ এক ঐতিহ্য। এ পর্যায়ে তাকে ক্লাব কয়টা ট্রফি জিতেছে কিংবা কয়েকজন তারকা খেলোয়াড়ের নাম জানতে চাইলে তিনি আমাদের প্রতিবেদককে ‘সুদির ভাই’ বলে চলে যান।

অন্যদিকে হুট করে বাংলাদেশ থেকে এত ভক্ত পাওয়া কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়েছেন ক্লাবের প্রেসিডেন্ট। নিজের ফেক ওয়াটসঅ্যাপ থেকে ভিডিও কলে তিনি আমাদের বলেন, গরম থেকে যদি ফ্যান বেশি হয় তবে গরমই ভালো। ক্লাবের স্বার্থে আমি চাই এল নিনোর প্রভাব বাংলাদেশেই সবচেয়ে বেশি পড়ুক। যদিও শুনেছি আপনাদের দেশের প্রভাবশালী লোকজন এবং মেয়র সাহেবদের কল্যাণে এল নিনোর আগেই আমাদের কাজ হয়ে যাচ্ছে।

AC Milanএর ভক্ত বৃদ্ধি পাওয়ার এই ঘটনাটিকে নিজেদের অর্জন বলে দাবি করেছেন বাংলাদেশের প্রভাবশালী সমাজ। নিয়মিত গাছ কেটে গরম বাড়ানোর ফলেই আজ মানুষজন AC Milanএর দিকে ঝুঁকেছে বলে দাবি তাদের। এমনকি এদের কেউ কেউ ক্লাবের লভ্যাংশের হিস্যাও চেয়েছেন বলে জানতে পেরেছি আমরা। 

৬০ পঠিত ... ১৬:৪১, এপ্রিল ২০, ২০২৪

Top