বড়লোক বন্ধুর মানিব্যাগের সাথে নিজের মানিব্যাগ একীভূত করতে চান গরীব বন্ধুরা

৯৫ পঠিত ... ১৭:৪০, এপ্রিল ১৮, ২০২৪

20 (7)

দেশে চলছে দুর্বল ব্যাংকের সাথে সবল ব্যাংকের একীভূত করা কার্যক্রম। দুর্বল ব্যাংকগুলোকে সংকট থেকে উদ্ধার করতে বাংলাদেশ ব্যাংকের পরামর্শে এই পর্যন্ত ৫টি দুর্বল ব্যাংক ৫টি সবল ব্যাংকের সাথে একীভূত করা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বড়লোক বন্ধুদের সাথে নিজেদের দুর্বল অর্থাৎ খালি মানিব্যাগ একীভূত করার দাবি তুলেছে গরিব বন্ধুবান্ধব। নিজেদের আর্থিক সংকট নিরসনে প্রয়োজনে বাংলাদেশ ব্যাংককে এগিয়ে আসার অনুরোধ করেছেন এই গরিব মানুষেরা।

নিজের ফাঁকা মানিব্যাগ দেখিয়ে এমনই এক গরিব বন্ধু বলেন, গত ৩ মাস ধরে আমার মানিব্যাগ ফাঁকা। ওই ব্যাংকগুলোর মতই। অথচ এইদিকে মানুষের কোনো খেয়াল নেই। খেয়াল শুধু ব্যাংকগুলোর দিকে। আমরা কি মানুষ না? আমাদের কি সংকট থেকে উত্তরণের অধিকার নাই? আমাদের পাশে দাঁড়ানোর মতো কী কেউ নাই?

মানিব্যাগের পাশাপাশি দুর্বল ব্যাংক অ্যাকাউন্টগুলোকে সবল ব্যাংক অ্যাকাউন্টের সাথে মার্জ করার বিষয়েও বাংলাদেশ ব্যাংককে ভেবে দেখার অনুরোধ করেছেন অনেকে। এমনই একজন রাফসান জানান, ব্যাংককে অ্যাকাউন্ট খুললেও এখনও একটা টাকাও জমা করতে পারিনি। জমা কীভাবে করব, নিজের খাওয়ারই টাকাই থাকে না আবার জয়া। আমার ব্যাংক অ্যাকাউন্ট রীতিমত দেউলিয়ার পর্যায়ে চলে গেছে। এই অবস্থায় আমাদের ব্যাংক অ্যাকাউন্টকে একীভূত করা ছাড়া আর সামনে আর কোনো পথ খোলা নেই।

এদিকে সিঙ্গেল সমাজও বাংলাদেশ ব্যাংকের কাছে একীভূত সেবা চায়। এমনই এক সিঙ্গেল বলেন, জীবনে একটাও রিলেশনে যাইতে পারি নাই। কিন্তু আমার বন্ধু একসাথে ৪টা রিলেশন করে। একীভূত করে দিলে বেশ ভালো হয়। 

৯৫ পঠিত ... ১৭:৪০, এপ্রিল ১৮, ২০২৪

Top