দুবাই এয়ারপোর্টে খ্যাপ মারতে যাচ্ছে পদ্মা নদীর মাঝি

৮৬ পঠিত ... ১৭:০৬, এপ্রিল ১৮, ২০২৪

12 (5)

পদ্মা নদীর মাঝি জীবনের প্রায় ৮০ ভাগ সময় কাটিয়ে দিয়েছেন আমাদের চির-পরিচিত পদ্মা নদীতেই। কখনও কপিলাকে তো কখনও অন্য কাউকে, এমন করেই কেটে গেল জীবনের এতগুলো বছর। এই প্রথম তার জীবনে একটা ভিন্ন মাত্রা যোগ হয়েছে। খ্যাপের কাজে সোজা পদ্মা নদী থেকে চলে যাচ্ছেন দুবাই এয়ারপোর্টে। নিজের ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে আমাদের এই বিষয়ে নিশ্চিত করেন মাঝি নিজেই।

মাঝি জানালেন, এখন পদ্মার থেকে বেশি পানি দুবাই এয়ারপোর্টে। মানুষও বেশি। যত মানুষ তত ভালো ব্যবসা। ব্যবসার টানেই যাচ্ছি। কীভাবে যাব ভেবে রেখেছি। যদি এরমধ্যে বৃষ্টি হয় তাহলে নৌকা নিয়ে বের হয়ে বসুন্ধরা, মিরপুর ধরে তারপর সোজা দুবাই ঢুকে যাব। যদি বৃষ্টি না হয় তাহলে এয়ারলাইন্সে যাওয়ারই ইচ্ছা।

কপিলাকে সাথে নিয়ে যাবেন কিনা জিজ্ঞেস করলে বললেন, ‘কপিলাকে বাড়িতে যেতে বলেছি। ওর ওখানে কাজ নাই। আমি যাব, টাকা-পয়সা পাঠাব, ও এখানে আরাম আয়েশ করবে। একটা ফোন কিনে দিলে আমাকে ভিডিও কলও দেবে।

কপিলাকে না নিয়ে যাওয়ার সিদ্ধান্তে কপিলার অনুভূতি জানতে চাইলে কপিলা জানালো, আমার তো যাওনের ইচ্ছা। মাঝি লয়া যাক না যাক, আমি আবার যাইয়া রিকোয়েস্ট করুম একটু। আমারে নিবা মাঝি লগে?

৮৬ পঠিত ... ১৭:০৬, এপ্রিল ১৮, ২০২৪

Top