ভিসার জন্য দুবাই অ্যাম্বাসিতে ভিড় জমাচ্ছেন বসুন্ধরা-মিরপুরের মাঝিরা

৪৮ পঠিত ... ১৫:৩১, এপ্রিল ১৮, ২০২৪

16 (3)

তুমুল বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে দুবাই। বলতে গেলে মোটামুটি আমাদের মিরপুর কিংবা বসুন্ধরার রূপ ধারণ করেছে শহরটি। এই অবস্থায় দুবাইবাসীর চলাচলকে নির্বিঘ্ন করতে সেখানে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বসুন্ধরা-মিরপুরের মাঝিরা। এমনকি তাদের অনেকে ইতিমধ্যেই ভিসার জন্য দুবাই অ্যাম্বাসির সামনে ভিড় করছেন। নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দুবাইয়ে ঢাকার মতো উন্নত নৌ-ব্যবস্থা গড়ে তুলতে চান তারা।

এ ব্যাপারে মিরপুর বোট ওউনার এসোসিয়েশনের সভাপতি আমাদের বলেন, মানুষ মানুষের জন্য, নৌকা দুবাইয়ের জন্য। একটু ভিসার ব্যবস্থা কি, দুবাই করতে পারে না? দুবাই আজ বিপদে, নৌকার মাঝি হিসেবে হাল তো আমাদেরই ধরতে হবে। ওদের ওখানে মানুষজন শুধু ল্যাম্বরগিনি কিংবা অডি চালিয়ে অভ্যস্ত। নৌকা চালানোর মতো দক্ষতা ওদের নেই। এভাবে চলতে থাকলে মানুষগুলো কাজে যাবে কীভাবে? আমাদের ভিসা দেওয়া হলে আমরা ওখানে গিয়ে নৌকা কিংবা ইয়টে করে শেখদের পারাপারে সহায়তা করতে পারব। এমনকি বর্ষার সিজন কীভাবে সামাল দিতে হয় সে বিষয়ও হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের। দরকার হলে বসুন্ধরায় এনে প্র্যাক্টিকাল ক্লাস করানো হবে। দুবাইকে ঢাকার মতো করে গড়ে তুলতেই হবে।

অন্যদিকে বসুন্ধরা-মিরপুরের মাঝিদের এমন দাবির পরিপ্রেক্ষিতে ক্ষোভ জানিয়েছেন শাহবাগ বিশ্ববিদ্যালয়ের সহমত ভাই শাখার কয়েকজন। এক সহমত ভাই ভিডিও কলে আমাদের বলেন, নৌকার আসল মাঝি হচ্ছি আমরা। আমরা থাকতে ঐসব গরীব মাঝিদের কেন নেওয়া হবে? আমাদের ভিসা দেওয়ার ব্যবস্থা করেন, দুবাইয়ের বৃষ্টিকে দুইদিন গেস্টরুমে নিয়ে গেলে দুবাইয়ে দ্বিতীয়বার আসার কথা ভুলে যাবে।

৪৮ পঠিত ... ১৫:৩১, এপ্রিল ১৮, ২০২৪

Top