গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এই বছরে সর্বমোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭১৬ জনে। হাসপাতালে ভর্তি আছে ২৭৪৮ জন। (তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার বাংলা, ০৯ সেপ্টেম্বর ২০২৩)
ডেঙ্গুর কাছে অসহায় হয়ে পড়া দেশবাসী এডিস মশার কাছে গণক্ষমা কর্মসূচির আয়োজন করেছে। রাজধানীর শাহবাগে এই কর্মসূচীর ঘোষণা দিয়েছে দেশের আপামর জনসাধারণ।
গণক্ষমা কর্মসূচীর আয়োজন করা ব্যক্তিবর্গের একজন বলেন, ‘যার মেয়র নাই তার এডিস আছে। ক্ষমা চাইলে নিশ্চয়ই এডিস মশা মুখ ফিরিয়ে নেবে না! আমরা মশার হাত-পায়ে ধরে ক্ষমা চাওয়ার প্র্যাক্টিসও করেছি।‘
এডিস মশার কাছে এই গণক্ষমা কর্মসূচীকে সামনে রেখে সিটি কর্পোরেশন থেকে নেয়া হয়েছে নানান জমকালো আয়োজন। জানা গেছে, ক্ষমা স্টেজে এডিস মশাদের সাথে থাকবেন মেয়ররাও।
সকাল ১০টায় দলীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে।
এরপর মশাদের জীবনমানের উন্নয়ন নিয়ে দেখানো হবে ৫ মিনিটের উন্নয়ন ডকোমেন্ট্রি।
অনুষ্ঠানের শেষে আয়োজন করা হবে ব্লাড ফেস্টিভাল। স্পেনের টমাটিনো ফেস্টিভালের মতো এই ফেস্টিভালে হবে ব্লাড ছোড়াছুড়ি। এডিসদের জন্য শহরবাসীর আনা রক্ত দিয়ে মশারা মেয়রদের সাথে এই উৎসবে অংশ নেবেন।