পদ্মা সেতুর নিচে নিরাপত্তা জাল চান বিএনপি নেতারা

৮৫৫ পঠিত ... ১৮:২৩, মে ১৯, ২০২২

Nirapotta-jaal

অনেক চড়াই উতরাইয়ের পর উদ্বোধনের অপেক্ষায় স্বপ্নের পদ্মাসেতু। দক্ষিণাঞ্চলের পাশাপাশি সারাদেশেরই মানুষই পদ্মাসেতু নিয়ে বেশ উচ্ছ্বসিত। কিন্তু নানান সমস্যার কারণে খুব একটা খুশি হতে পারছেন না বিএনপির নেতারা। ভুগছেন নিরাপত্তাহীনতায়। সেকারণে এবার পদ্মা সেতুর নিচে সেফটি নেট মানে নিরাপত্তা জালের দাবি তুলেছেন তারা। একটি অবিশ্বস্ত সূত্র থেকে এমনটা নিশ্চিত হয়েছে eআরকি।  

অবিশ্বস্ত সূত্র মারফত দেয়া এক বক্তব্যে বিএনপির এক নেতা বলেন, ‘সেতুটা সুন্দর হইছে। কিন্তু ভয় পাচ্ছি। এত উপর থেকে যদি পড়ে-টড়ে যাই? সেজন্য নিচে নেট থাকলে ভালো। পড়লেও নেটে পড়বো। আমাদের আবার ওয়াটার ফোবিয়া আছে কিনা!’  

কিন্তু ভয়টা ঠিক কেন পাচ্ছেন? আমাদের এমন এক প্রশ্নে অন্য এক নেতা বলেন, ‘ইদানিং খারাপ খারাপ স্বপ্ন দেখছি। দেখছি, কেউ যেন সেতুর উপর থেকে টুস করে নিচে ফেলে দিচ্ছে। সেজন্য ভয় লাগছে।’

এদিকে নেট লাগালেও অনেক নেতা সেতুতে উঠবেন না বলেও ঠিক করেছেন। এমন একজন বলেন, ‘দিনকাল ভালো না। সেতুতে উঠলে যদি বিপদ আপদ হয়? নেট যদি ছিঁড়েটিড়ে যায়? যদি চুবানি-টুবানি খাই?’

তবে এখন না গেলেও ইদের পর যাবেন বলে জানিয়েছেন অনেকে। এমনই একজন বলেন, ‘সাঁতার শিখছি। ইদের পর তীব্র সেতু ভ্রমণ হবে। তার আগে জাল লাগিয়ে রাইখেন।’

৮৫৫ পঠিত ... ১৮:২৩, মে ১৯, ২০২২

Top