রাজাপাকসের অবস্থা দেখে না পাকার সিদ্ধান্ত নিলো রাজশাহীর আম

৩২৫ পঠিত ... ১৬:০২, মে ১১, ২০২২

Raja-pakshe-aam

গণআন্দোলনের মুখে বাসভবন ছেড়ে অজ্ঞাত স্থানে অবস্থান নিয়েছেন শ্রীলঙ্কার সদ্য সাবেক প্রধানমন্ত্রী রাজাপাকসে। এদিকে রাজাপাকসে সরকারের এমপি-মন্ত্রীদের উপরও চড়াও হতে দেখা গেছে সাধারণ জনগনকে। রাজাপাকসের এই নাজুক অবস্থা ভাবিয়ে তুলেছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জসহ দেশের অন্যান্য আম সমাজকে। পাকলে বিপদ হতে পারে, এমন আতঙ্কে এবার পাকবে না বলে সিদ্ধান্ত নিয়েছে তারা।  

এ বিষয়ে এক আমগাছের মগডাল থেকে বলেন, ‘সিচুয়েশন তো খুবই খারাপ। রাজা পেকে যে একটা বিপদে আছে। আমি তো রাজাও না। আমি পাকলে কী অবস্থা হবে?’

কোন ধরনের ভয়ে ভুগছেন? আমাদের এমন প্রশ্নে অন্য এক আম বলেন, ‘প্রথমে জামা-প্যান্ট খোলার ভয়ে ভুগছিলাম। পরে মনে পড়লো জামা-প্যান্ট তো আমাদের এমনিই খোলে। এখন ভাবতেছি, যদি মারে টারে!’  

এরমধ্যে কিছু কিছু আম পেকে গেছে। আতঙ্কে অজ্ঞাত স্থানে লুকিয়ে রয়েছে তারা। খুঁজে পেলে শ্রীলঙ্কাতে রপ্তানি না করে দেশেই রাখার অনুরোধ করে এমনই এক আম বলেন, ‘আমার কপালটাই খারাপ। অল্প বয়সে পেকে গেছি। এখন কী যে করবো!’

এদিকে বেশ কিছু আধাপাকা আম আম সমাজের হেডমাস্টারের কাছে গিয়ে হাজির হয়েছে। হেডমাস্টারকে অনুরোধ করে তারা বলেন, ‘কোনভাবে বয়স কমিয়ে আমাদের কাঁচা করা যায় কিনা একটু দেখেন স্যার। আপনি বয়স বাড়াইছেন আপনিই কমান।’

৩২৫ পঠিত ... ১৬:০২, মে ১১, ২০২২

Top