বুযেট থেকে পাশ করা কেউ মেডিকেলে চান্স না পাওয়ায় হতাশ বুযেটের ভিসি

৭৩০ পঠিত ... ১৭:০৭, এপ্রিল ০৫, ২০২২

Buet-thumb

আজ ৫ এপ্রিল দুপুর দুইটায় মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। অন্যান্য বছরের মতো দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে নামীদামী শিক্ষা প্রতিষ্ঠানের অনেকেই মেডিকেলে চান্স পেলেও বুযেট থেকে পাশ করা কেউ মেডিকেলে চান্স পায়নি। এর আগে বিসিএস পরীক্ষায় বুযেটের জয়জয়কার লক্ষ্য করা গেলেও মেডিকেল ভর্তি পরীক্ষায় এমন ভরাডুবি হতাশ করেছে বুযেটের উপাচার্যসহ সারা দেশবাসীকে। সম্পূর্ণ অবিশ্বস্ত এক সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করেছে eআরকি। 

এ নিয়ে নিজের হতাশা ব্যক্ত করতে গিয়ে বুযেটের ভিসি বলেন, ‘এ কী গরু-ছাগল পড়াচ্ছি! ৪ বছর বুযেটে থেকেও এরা কেউ মেডিকেলে চান্স পাইলো না। জিনিসটা মেনে নিবো ক্যামনে! বুযেটের মান-ইজ্জত তো কিছু থাকলো না আর।’ 

এছাড়া তিনি আরও বলেন, ‘বুয়েটের এ ব্যর্থতার দায়ভার আমি মেনে নিচ্ছি। কিন্তু শুধু একটি পরীক্ষা দিয়েই দেশবাসী আমাদের ছেলেমেয়ে মূল্যায়ন করবেন না আশা করি। পৃথিবীর কোথায় বুয়েটিয়ানরা তাদের মেধার স্বাক্ষর রাখেনি? ক'দিন আগেও চাঁদে এক বুয়েটিয়ানের চেহারা ভেসে উঠেছে, ছেলেমেয়েরা মঙ্গলে যাচ্ছে,গুগলসহ বিশ্বের সব টেক জায়ান্টে কাজ করছে, এই ভর্তি পরীক্ষা আর এমন কী ব্যাপার.... ’ 

যদিও বুযেটের আগের ব্যাচগুলোর উত্তরোত্তর সাফল্যের পর নতুনদের এমন ব্যর্থতা ভাবাচ্ছে ভিসিকে। তিনি আরও বলেন, ‘ছেলে ছিলো আগেরগুলা। এক একটা আগুন। আর বর্তমান ব্যাচটা যে কী করতেছে। আমার ভিসি জীবনের সবচেয়ে বাজে ব্যাচ এটা, কথায় বলে যায় দিন ভালো, আসে দিন খারাপ। নিজের চোখেই এখন দেখতেছি...’

বুযেটের অনেকেই দেশের বড় বড় সব কোচিং সেন্টারে ক্লাস করালেও মেডিকেলে কেউ চান্স না পাওয়ায় কোচিং এ কমে যাচ্ছে তাদের গুরুত্ব। একাধিক কোচিং সেন্টারের শিক্ষার্থী এবং অভিভাবকরা বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। এমনই এক অভিভাবক বলেন, ‘মাস্টারই যদি ভালো রেজাল্ট না করে, স্টুডেন্টরা কী করবে বলেন? তাই সিদ্ধান্ত নিয়েছি এই কোচিংয়ে মেয়েকে আর পাঠাবোই না।’

মেডিকেলে ভর্তি পরীক্ষায় এমন ভরাডুবির প্রভাব পড়েছে বিয়ের বাজারেও। এর আগে বুযেটের ছেলেদের উর্ধ্বমুখী চাহিদাও এখন নিচের দিকে। অবিশ্বস্ত এক সূত্র থেকে জানা গেছে, অনেক বুযেটের ভাইয়ার ঠিক হয়ে থাকা বিয়েও ভেঙ্গে গেছে।

তবে এতে ভেঙে পড়েননি বুয়েটের শফিক (২৭)। তিনি বলেন, ‘একবার পারি নাই তো কী হইছে। সেকেন্ড টাইমে সারা দেশ কাঁপায়ে দিবো...’

 

৭৩০ পঠিত ... ১৭:০৭, এপ্রিল ০৫, ২০২২

Top