চট্টগ্রামের ভাষা শিখতে IELTS এর আদলে চালু হচ্ছে ICLTS কোর্স

৫০৯ পঠিত ... ১৮:১৭, জানুয়ারি ২৪, ২০২২

iclts-ctg

চট্টগ্রামের দুর্বোধ্য ভাষার সাথে অল্প স্বল্প পরিচয় সবারই আছে। দেশের অন্যান্য জেলা থেকে ঘুরতে যেয়ে প্রায়ই বেশ বিপত্তিতে পড়েন লোকজন। এসব সমস্যার সমাধান নিয়েই যৌথভাবে এগিয়ে এলো ‘সাইফুর'স' এবং 'মেন্টর'স’। গোপন সূত্র থেকে জানা গেছে, চট্টগ্রামের ভাষাকে সাধারণের কাছে সহজ করে তুলতে IELTS এর আদলে শুরু হচ্ছে ICLTS কোর্স!

IELTS এর পূর্ণরূপ International English Language Testing System হলেও ICLTS এর পূর্ণরূপ International Chatgaiyaa Language  Testing  System—এমনটাই জানিয়েছেন চাইফুর'স এর প্রতিষ্ঠাতা চিটাইংগা চাইফ।

এত জেলা থাকতে চট্টগ্রামের ভাষাই কেন বেছে নিলেন এমন (কাল্পনিক) প্রশ্নের (কাল্পনিক)উত্তরে তিনি বলেন, ‘প্রমথ চৌধুরীর ওই কথাটা শুনেছেন তো? তিনি বলেছেন, বাংলা ভাষা আহত হয়েছে সিলেটে, নিহত হয়েছে চট্টগ্রামে। আমি নিজেও সেখানে গিয়ে বেশ ক'বার বিব্রতকর পরিস্থিতির শিকার হয়েছি। আপনাকে বলি তাহলে, একবার চট্টগ্রামের এক ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে কমলা খাচ্ছিলাম। এক লোক এসে আমাকে বললেন, 'তুই ফল হই গেইয়ুস না হনো?' কিছুক্ষণের জন্য মনে হলো বিদেশী ভাষা শুনছি। পরে ভাবলাম হয়তো তিনি আমার হাতের 'ফল' টি খেতে চাইছেন। তারপর তাকে হাতের কমলাটি সাধলাম। তিনি রাগে গজগজ করতে করতে চলে গেলেন৷ পরে অনেক ঘাটাঘাটি করে জানতে পারলাম, মাঝ রাস্তায় কমলা খাওয়ার দরুন তিনি  জিজ্ঞেস করেছিলেন আমি পাগল হয়ে গেছি কি না!...শুধু এটাই নয়, এমন আরও অনেক ঘটনাই ঘটেছে আমার সাথে। এরপরই ভাবলাম একটা কোর্স চালু করে দেখি মানুষের কাছে সহজে ভাষাটি পৌঁছে দেওয়া যায় কি না!’

চট্টগ্রামের মেধাবী ভাইয়ারা নিবেন প্রতিটি ক্লাস। সরাসরি ঢাকা থেকেও আনা হবে শিক্ষক। তাদের মধ্যে একজন নাম প্রকাশে অনিচ্ছুক জানান, ‘চিটাং বাংলাদেশর দ্বিতীয় রাজধানী। আঁরা ন ছাই আঁরার ভাষার অফমান অক। অঁনারা যারা চিটাঙত আইসতো চন দয়া গরি এই কোর্স ইবা গরি আইবেন। এণ্ডে এব্বেরে বেসিক কিছু জিনিস আঁরা শিখাই। এই কোর্স গরিলি অনেত্তে চিটাগাঙত আইয়েরে কষ্টত ফরন ফইত্তু ন, আঁরাত্তেও চিটাঙর বদনাম হুনন ন ফরিবু।’

তারা আরও জানান, আগামী ফেব্রুয়ারী মাস হতে রিডিং এ ৬,স্পিকিং এ ৬.৫, রাইটিং এ ৬, এবং লিসেনিং এ ৭ ছাড়া কেউ চট্টগ্রামেই প্রবেশ করতে পারবেন না। চট্টগ্রামে ঢোকার আগেই সার্টিফিকেট চেক করা হবে বলে জানিয়েছেন ইন্সট্রাক্টরবৃন্দ!

৫০৯ পঠিত ... ১৮:১৭, জানুয়ারি ২৪, ২০২২

Top