টানা ৩ দিন গোসল করায় উত্তরার শামিমকে পরিবারের সংবর্ধনা

৩৪০ পঠিত ... ১৮:৫৭, ডিসেম্বর ২৭, ২০২১

gosol-shongbordhona

সংবর্ধনা অনুষ্ঠানের সাথে আমরা বাংলাদেশীরা ছোটবেলা থেকেই পরিচিত। হোক ক্লাস ফাইভের বৃত্তি পরীক্ষা কিংবা এসএসসি-এইচএসসি'র জিপিএ ফাইভ প্রাপ্তি,সংবর্ধনা অনুষ্ঠান আমাদের থাকবেই। তবে এবার ভিন্ন ধরনের সংবর্ধনার আয়োজন করলো উত্তরার সেক্টর ১২'র এক পরিবার। জানা যায়, বাসার ছোট ছেলে শামীম পরপর তিনদিন গোসল করায় তারা এ সংবর্ধনার আয়োজন করেছে।  

এ ব্যাপারে শামীমের বাবা আফজাল হোসেন বলেন, ‘আমার ছেলে টানা তিনদিন গোসল করতেছে, এই ব্যাপারটা বিশ্বাস করতে আমার এক মাস চারদিন  লাগছে। যে ছেলে টানা ছয়মাস গোসল না করে থাকে, তার জন্য এমন ঠাণ্ডার দিনে পরপর তিনদিন গোসল করা হ্যালির ধুমকেতুর মতই বিরল। খুশিতে আত্মহারা হয়ে বুঝতেছিলাম না কী করবো। পুরা এলাকাকে খাওয়ানোর প্ল্যান আছে। কিন্তু তার আগে ছেলের মা বললো তাকে পারিবারিক একটা সংবর্ধনা দিতে।’  

সংবর্ধনায় শামীমকে একটি ক্রেস্ট, একটি রজনীগন্ধার স্টিক এবং একটি সার্টিফিকেট দেওয়া হয়। শামীমের মায়ের সাথে কথা বলতে গেলে সাক্ষাৎকার শুরুর আগেই earki প্রতিনিধিকে চারটি রসগোল্লা, দুটো গোলাপ জামুন এবং এক প্লেট রসমালাই খেতে দেন। তিনি বলেন, ‘এমন খুশির দিনে মিষ্টিমুখ ছাড়া কথা হবে না।‘   

এরপর তিনি জানান, ‘ছেলের এমন সাফল্যে মা হিসেবে আমি সত্যিই গর্বিত। সবসময়ই ছেলেকে নিয়ে এক্সট্রা অর্ডিনারি স্বপ্ন দেখতাম। যা চেয়েছি ছেলে আজ আমাকে দিয়েছে। এর আগে সে ছয়মাস টানা গোসল করেনি। দেশে এমন রেকর্ড আমার ছেলে ছাড়া আর কারো নেই। আমি অবশ্য পাঁচ মাস ছিলাম গোসল না করে। তবুও রেকর্ড আমার ছেলেরই।‘

সবার সাথে কথা বলা হয়ে গেলেও সংবর্ধনার নায়কই ছিলেন একটু দূরে দূরে। তরুণ শামীম হোসেন বলেন, ‘আমার সাফল্যের পেছনে আছে বাবা-মা। তাদের সাপোর্ট ছাড়া এতদূর আসা কখনোই সম্ভব হতো না। শীঘ্রই ইউটিউবে মোটিভেশনাল চ্যানেল খুলবো। নিয়মিত গোসল করতে বা না করতে চাইলে যা যা দরকার হয়, টিপস দিবো। আপনারা লাইক কমেন্ট করে পাশে থাকবেন...’

৩৪০ পঠিত ... ১৮:৫৭, ডিসেম্বর ২৭, ২০২১

Top