আর্জেন্টিনা সাপোর্ট করা ছেড়ে দিচ্ছেন রবার্ট ব্রুস

৫৯১ পঠিত ... ১৩:০৪, জুলাই ০৪, ২০১৯

আর কখনো আর্জেন্টিনা সাপোর্ট করবেন না ধৈর্য আর অধ্যবসায়ের প্রতীক হয়ে ওঠা মানুষটি। ব্রাজিলের কাছে দুই শূন্য গোলে হেরে কোপা আমেরিকা থেকে বিদায় নেয়ার পর আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক রবার্ট ব্রুস এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আর্জেন্টিনা সাপোর্ট ছেড়ে দেয়ার কথা জানিয়েছেন।

'অসম্ভব বলে কিছুই নেই' বাণী দেয়া রবার্ট ব্রুসের বন্ধু নেপোলিয়ন বেনাপোর্ট গত বিশ্বকাপেই আর্জেন্টিনার জন্য এ জীবনে কাপ জেতা অসম্ভব বলে আর্জেন্টিনা ছেড়ে নিজের দেশ ফ্রান্সের সাপোর্টার হয়ে গিয়েছিলেন। কিন্তু তারপরও হাল ছাড়েননি রবার্ট ব্রুস। তিনি গুহার মধ্যে সেই মাকড়সার কথা মনে করে আশায় বুক বেধেছিলেন। বারবার সাপোর্ট করেছিলেন আর্জেন্টিনাকে। কিন্তু এবার তিনিও হাল ছেড়ে দিলেন। তিনি আজ সকালে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টা খোলাসা করেন। এ সময় তার স্ট্যাটাসে, 'অনেক হইছে ধৈর্য ধরা, মাকড়সার মায়রে বাপ' শীর্ষক একটি বাক্য দেখতে পাওয়া যায়। এ বিষয়ে জানতে চাওয়া হলে রবার্ট ব্রুস eআরকির কাছে রাগান্বিত গলায় বলেন, 'সাতবারের কথা ছিলো। ঠিক আছে চৌদ্দবার পরাজয়ও মেনে নিলাম। কিন্তু একুশ বার তো কোনোভাবে মানা যায় না। এতবার যুদ্ধজয়ের চেষ্টা করলে আমি এদ্দিনে আলেকজান্ডার হয়ে যাইতাম!'

তবে শুধু রবার্ট ব্রুস একাই ফেড আপ নন। 'একবার না পারিলে দেখো শতবার' খ্যাত কালিপ্রসন্ন ঘোষ জানান, 'একবার না পারলে শতবার দেখতে বলেছি আমি৷ কিন্তু আর্জেন্টিনা তো শতবারও পারে না, তাদেরকে কী বলবো? হাজারবার দেখতে? লাখবার দেখতে? আমার এতো শখ নাই ভাই। আর্জেন্টিনাকে যতবারই দেখুন না কেন, ওরা পারবে না।'

তিনিও আজকের পর আর আর্জেন্টিনাকে সাপোর্ট করবেন না বলে একটি অনির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

নেপোলিয়ন, রবার্ট ব্রুস বা কালিপ্রসন্ন ঘোষই নন, একে একে ধৈর্য ধরো জয় আসবেই টাইপ মোটিভেশান দেয়া সকল মনিষীই আর্জেন্টিনা থেকে নিজেদের সাপোর্ট সরিয়ে ফেলছেন। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন, 'যার ধৈর্য আছে তার চাওয়া একদিন পূরণ হবেই।' সম্প্রতি তিনি নিজের এই বাণী এডিট করে বলেন, 'যার ধৈর্য আছে, আর্জেন্টিনার কাপ জেতা বাদে তার অন্য যেকোনো চাওয়া একদিন পূরণ হবেই।'

৫৯১ পঠিত ... ১৩:০৪, জুলাই ০৪, ২০১৯

Top