একটু ইয়ে না হলে যে জোকগুলো আপনি ধরতেই পারবেন না

১৭৭৭ পঠিত ... ১৫:১৯, জুন ১০, ২০২৩

Ye-jokes

১# 

নব বিবাহিত স্বামী-স্ত্রী রাতে ট্রেন ভ্রমণ করছে। হঠাৎ পুরো ট্রেনের ইলেক্ট্রিসিটি চলে গেল। বেশ কিছুক্ষণ পর আবার সব আলো জ্বলে উঠলো।

স্বামী: আগে যদি জানতাম এতক্ষণ অন্ধকার থাকবে, তাহলে এর সদ্ব্যবহার করতাম।

স্ত্রী: কী করতে তাহলে?

স্বামী: অনেকগুলো চুমু খেতে পারতাম।

স্ত্রী: এতক্ষণ তাহলে কে ছিল?

২#

অলস আরিফ সাহেবের বিয়ে হয়েছে। বাসর রাতে স্ত্রীকে জড়িয় ধরে বসে আছেন।

স্ত্রী: শুধু জড়িয়ে ধরে বসেই থাকবে? কিছু করবে না?

আরিফ সাহেব: ভূমিকম্প হওয়ার অপেক্ষা করছি, যা করার ওই করবে।

৩#

এক পার্টিতে এক মহিলা ও পুরুষের মত কোনোভাবেই মিলছে না। একসময় মহিলা বললেন, ‘আচ্ছা, আমরা কি কোনো বিষয়েই একমত হতে পারি না?’

পুরুষ: অবশ্যই পারি। মনে করুন কোনো ঝড় বৃষ্টির রাতে আপনি কোনো এক রাজবাড়িতে আশ্রয় নিলেন। সেখানে এক ঘরের এক বিছানায় রাজকুমারী শুয়ে আছে, অন্য বিছানায় তার পুরুষ পাহারাদার। আপনি কার সঙ্গে শোবেন?

মহিলা: অবশ্যই রাজকুমারীর সঙ্গে।

পুরুষ: আমিও।

৪#

পাশাপাশি শুয়ে আছেন স্বামী-স্ত্রী। স্ত্রী স্বপ্ন দেখছেন পরপুরুষের বাহুডোরে আবদ্ধ তিনি। হঠাৎ বাইরে থেকে স্বামী এসে হাজির। স্বপ্নের মধ্যেই স্ত্রী চিৎকার করে উঠলেন, ‘আমার স্বামী, আমার স্বামী।’

স্ত্রীর চিৎকারে স্বামী তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে জানালা দিয়ে বের হয়ে চলে গেলেন।

৫#

অপূর্ব সুন্দরী এক রোগিণীকে অনেকক্ষণ ধরে পরীক্ষা করার পর ডাক্তার তাকে পরামর্শ দিলেন, ‘আপনার শরীরের যা অবস্থা, আজকে অফিসে যাওয়া ঠিক হবে না। সোজা বাসায় গিয়ে দু’চামচ এ ওষুধটা খেয়ে শুয়ে পড়ুন। দরজায় তিন টোকা না পাওয়া পর্যন্ত দরজা খুলবেন না।’

 

১৭৭৭ পঠিত ... ১৫:১৯, জুন ১০, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top