যে ১০টি 'কথার কথা' কখনোই কেউ সিরিয়াসলি বলে না

১৫৮৪ পঠিত ... ১৭:৫৬, সেপ্টেম্বর ১৪, ২০২০

'কথার কথা' বলে এক ধরনের কথা প্রচলিত আছে। সেগুলো সবাই বলে ঠিকই, কিন্তু ঠিক বলেও না, মানে 'মিন করে না' আর কি! চলুন একবার চোখ বুলিয়ে নেয়া যাক এমনই কিছু কথার কথায়! এই কথাগুলা কেউ আপনাকে বললেই বুঝবেন, সিরিয়াসলি নেয়া যাবেই না!

 

১# সিরিয়াসলি বলছি
কারো কোন কথায় যদি সিরিয়াস হওয়ার মতো যথেষ্ট রসদ না থাকে, তখনই মূলত এই ধরণের বাক্য জুড়ে দেয়া হয়। একটা সম্পূর্ণ অপ্রয়োজনীয় বাক্য বা ইরাদাকে ওভাররেটেড করার প্রয়াস এই 'সিরিয়াসলি বলছি' কথাটি।

২# কিসসু ভাল্লাগেনা
'ভাল্লাগেনা' একধরনের লাইফস্টাইল। এটাকে নেতিবাচক অর্থে নেয়ার কিছু নেই। এক গবেষণায় দেখা গেছে, ভাল্লাগেনা লাইফস্টাইলে অভ্যস্ত মানুষদের 'ভাল্লাগলে ভাল্লাগেনা, ভালো না লাগলেও ভাল্লাগেনা।'

৩# দেখতেছি
'দেখতেছি' কথাটা যেন মেসেজ সিন করে রাখারই একটু ভদ্র ভার্সন। ইতিহাসে এমন কখনও ঘটেনি যে কেউ কোনো ব্যাপারে বলেছে যে 'দেখতেসি' এবং এরপর সত্যিই ব্যাপারটা দেখেছে! কেউ 'দেখতেসি' বললে তাই বুঝে নেবেন, ব্যাপারটা আসলে আপনাকেই আরও ভাল করে দেখতে হবে।

৪# আরেকদিন খাওয়াবো
এটা 'আজ নগদ, কাল বাকি' টাইপ শুভঙ্করের ফাঁকি। দিন আসে, দিন যায়, কিন্তু মহাকাল পেরিয়ে এই 'আরেকদিন' কখনোই, কখনোই, কখনোই আসে না।

৫# দুনিয়ায় টাকা-পয়সা আসলে কিছু না
আপনার চেয়ে গরিব কেউ বললে এটাকে একটু সিরিয়াসলি নেয়ার ব্যাপার আছে। কারণ এই বাক্য ব্যবহারের ঠিক ০.০০০১ সেকেন্ডের মধ্যেই লোকটা আপনার কাছে টাকা ধার চেয়ে বসবে। তবে সাধারণত যার অনেক টাকা আছে, অর্থাৎ টাকার অভাব আসলে কী এটা যারা বোঝে না, তারাই এই বাক্য বেশি বলে থাকে। মজার ব্যাপার হলো, তাদের কাছ থেকে টাকা ধার চেয়ে আপনি কখনোই পাবেন না!

৬# আপনাদের জন্য বাসায় দু'টা ডাল-ভাতের ব্যবস্থা করেছি
এই ধরনের কথাকে সিরিয়াসলি না নিলেও বেশি বেশি শোনার চেষ্টা করতে পারেন। বাক্যটার সিরিয়াস না হওয়াটাই একটা ইতিবাচক দিক। কারণ সিরিয়াস না হলেই ডালভাতের পাশাপাশি মাছ মাংসও পাবেন।

৭# আজকে মাথাব্যথা
'আজকে মাথাব্যথা' কোন রোগ নয় আসলে। এটি একটি অজুহাত। তাই কেউ 'আজকে মাথাব্যথা' বললে টাফনিল নিয়ে তার বাসায় দৌঁড়াবেন না। বরং তার সাথে আপনার কোন কাজ থাকলে তা ক্যান্সেল করে দিন।

৮# জাস্ট দুইটা দিন আগে বলতি
এটি একটি পুরাঘটিত অতীত। বর্তমানের সাথে সাথে এই অতীত ট্রাভেল করে। প্রতিবারই দেখবেন বর্তমানের ঠিক দুইদিন আগে বাক্যে উল্লেখিত 'দুইটা দিন' এর অবস্থান। এর কোন হেরফের নাই।

৯# নো অফেন্স
এই ধরনের বাক্য দিয়ে কেউ কথা শুরু করলে নড়েচড়ে বসুন। মনে রাখবেন, নো-অফেন্স বলে সে আপনাকে মেসেজ দিলো, আপনাকে এবার ভালো করেই অফেন্স করা হবে।

১০# পরে বড় করে অনুষ্ঠান করবো
এটা শোনার সাথে সাথে ভুলে যাওয়াই ভালো। কারণ 'পরে বড় করে অনুষ্ঠান করবো' এমন এক ভবিষ্যৎ, যার বর্তমান কখনো এক্সিস্ট করে না। বড় করে অনুষ্ঠানের আগেই সেই ব্যক্তির বাচ্চার জন্মদিনের অনুষ্ঠানের ছবি ফেসবুকে দেখতে পাবেন।

১৫৮৪ পঠিত ... ১৭:৫৬, সেপ্টেম্বর ১৪, ২০২০

Top