মশা দিয়ে এলাকার নাম লিখে বিশ্বরেকর্ড করলেন ডেমরাবাসী

১১৫৯ পঠিত ... ১৭:৩৩, মার্চ ১৪, ২০২১

মশা দিয়ে নাম লিখে বিশ্ব রেকর্ড

এক আশ্চর্যজনক কাজ করে ফেলেছেন রাজধানীর ডেমরা এলাকার এক বাসিন্দা। মৃত মশা দিয়ে ইংরেজি বর্ণে এলাকার নাম লিখে করে ফেলছেন বিশ্বরেকর্ড। ‘এ বছর মশারি ছাড়াই ঘুমিয়েছে ঢাকাবাসী’- দক্ষিনের মেয়রের এমন বক্তব্যের পরই এই অবিশ্বাস্য রেকর্ডটি জনসম্মুখে আসে। এই বিষয়ে জানতে চাইলে রেকর্ডটির মালিক নিজের ফেক ফেসবুক একাউন্ট থেকে শুরুতেই মেয়র সাহেবকে ধন্যবাদ দেন। এরপর তিনি বলেন, ‘মেয়র সাহেব ঠিকই বলেছেন। আমি মশারি ছাড়াই ঘুমিয়েছি। তারই ফসল এই রেকর্ড। মশার কামড়ে যেহেতু সারারাত জেগে থাকতেই হবে- সেহেতু সৃজনশীল কিছু করলেই হয়। এমন ভাবনা থেকেই এই রেকর্ডের জন্ম। বুঝতেই পারছেন সারারাত মশা মেরেই আমি এই অসাধ্য সাধন করতে পেরেছি।’

ডেমরার এই বাসিন্দার এমন কাজে খুশি হয়েছেন দুই সিটি কর্পোরেশনের মেয়র। রেকর্ডকারীকে অভিনন্দন জানিয়ে তারা বলেন, ‘মেয়রদের দোষ না দিয়ে শহরের সবাই এমন সৃজনশীল কাজে নামলেই কিন্তু মশার সমস্যার সমাধান হয়ে যায়। ২ কোটি মানুষ সবাই যদি একটা করেও মশা মারে, তাহলে শহর এক রাতেই মশামুক্ত হয়ে যায়। নিজেদের কাজটা কেউ করবে না, শুধু মেয়রদের দোষ দেবে! এ জাতির উন্নতি তো আর এমনি এমনি আটকে নাই।’ এই সময়ে নিজ হাতে একটা মশা মেরেও দেখান মেয়র মহোদয়।

মেয়র সাহেবের কথার উপর বিশ্বাস স্থাপন করে রেকর্ড করার স্বপ্ন দেখছে রাজধানীর অন্যান্য এলাকার বাসিন্দারাও। এমনই এক মিরপুরবাসী বলেন, ‘মেয়র সাহেবের কথায় বিশ্বাস স্থাপন করিনি দেখেই আমাদের কপালে এই দুর্দশা। আজ থেকে মশারি টানাবো না। কালকেই রেকর্ড গড়বো।’

নাম বড় হওয়ায় শেখের টেক, এয়ারপোর্ট, মোহাম্মদপুর এলাকার মানুষদেরকে কিছুটা উদ্বিগ্ন দেখা গিয়েছে। এত বড় নাম লেখার জন্য এত মশা কত দিনে মারবেন তাই নিয়ে চিন্তায় আছেন এইসব এলাকার মানুষ।

রেকর্ডে খুব একটা আগ্রহ নেই গুলশান এলাকার মানুষদের। গুলশান-২ এর এক বাসিন্দা আশ্চর্য হয়ে জানান, ‘মসখুইঠোগুলোকে এভাবে এরে ফেলেছে ওরা। হাউ ইজ ইট পসিবল? কী আনহিউম্যান এরা! এত খিউট খিউট মসকিউঠোগুলোকে...ওহ মাই গশ।’

১১৫৯ পঠিত ... ১৭:৩৩, মার্চ ১৪, ২০২১

Top