হাতের পাশাপাশি নিয়মিত গুগল ব্রাউজ হিস্ট্রি পরিষ্কারের পরামর্শ দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

৪০৪ পঠিত ... ১৬:৩৩, সেপ্টেম্বর ১৩, ২০২০

 

করোনাকালে পরিস্কার-পরিচ্ছন্নতায় মানুষ বাড়তি নজর দিচ্ছে। ঘরে ঘরে এখন স্যানিটাইজার। মাসিক বাজারে যোগ হয়েছে স্যানিটাইজার। অপেক্ষা এখন ভ্যাকসিনের। এই পর্যায়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান দিলেন এক চমকপ্রদ পরামর্শ। গতকাল মধ্যরাতে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি শরীরের পাশাপাশি নিয়মিত গুগল ব্রাউজ হিস্ট্রি পরিষ্কারের পরামর্শ দেন। 

তিনি আরও জানান, করোনার ভ্যাকসিন পাওয়া যাবে। একসময় হয়তো মাস্ক পরতে হবে না। এখনকার মতো ব্যাপক হারে স্যানিটাইজার ব্যবহার করতে হবে না। কিন্তু গুগল ব্রাউজ হিস্ট্রি যে কারণে পরিষ্কার করতে হয়, সেটার ভ্যাকসিন কোনোদিন আবিস্কার হবে না। কোনোভাবেই সম্ভব না। একমাত্র উপায় নিয়মিত ব্রাউজ হিস্ট্রি পরিষ্কার করা। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জোর দিয়ে বলেন, ‘নিয়মিত ব্রাউজ হিস্ট্রি পরিষ্কার না করা স্বাস্থ্যের জন্য প্রচন্ড হানিকর। নিজের বড়বেলার উদাহরণ টেনে তিনি বলেন, যৌবনে ব্রাউজ হিস্ট্রি পরিষ্কার করতে ভুলে যেতাম। ধরা খেলে মা-বাবা বেদম পিটুনি দিতো। একবার তো ধরা খেয়ে মোবাইল এক মাসের জন্য কেড়ে নেওয়া হয়েছিল। আমি বঞ্চিত হয়েছি সৃষ্টিশীল ভিডিও থেকে। আমি চাই না, তোমাদের এরকম হোক। তোমরা নিয়মিত হিস্ট্রি পরিষ্কার করবে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের পরামর্শে জনমনে চাঞ্চল্য দেখা দিয়েছে। এক তরুণ বলেন, 'এতদিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা পরামর্শ ভাল্লাগলো। হুট করে আম্মায় আমার মোবাইল চাইলে কাঁপাকাঁপি শুরু হয়ে যাইতো। কি যে মাইর খাইসিলাম ছোটবেলায় একবার ধরা খাইয়া। আসলেই এইটা স্বাস্থ্যের জন্য খুব খারাপ।’ 

তার সাথে সুর মিলিয়ে আরেকজন তরুণ বলেন, 'একদিন আম্মায় কী যেন খুঁজতে গেছিল। আয়া পড়ছে হাবিজাবি সাজেশন। মোবাইল এমন জোরে আমার দিকে ছুড়ে মারল, একটুর জন্য বুক ছেদা করে ঢোকে নাই। হাড্ডা ভাঙছিল দুইটা! বসের লগে আমি একমত। ব্রাউজ হিস্ট্রি নিয়মিত পরিষ্কার করতে হবে, নাহলে স্বাস্থ্যঝুঁকি থেকে যায়।'

৪০৪ পঠিত ... ১৬:৩৩, সেপ্টেম্বর ১৩, ২০২০

Top