তিনি বাসে বসে খাতা দেখছেন, নম্বর তো আর কম দিচ্ছেন না!

১৩৯০ পঠিত ... ১৯:০৩, এপ্রিল ১৯, ২০১৮

বাসে বসে ঢাকার জ্যামকে কাজে লাগানোর প্রচেষ্টা কম বেশি সবাই করেছি আমরা। জ্যামের সময়টা কাজে লাগানোর জন্য যানবাহনে বসা অবস্থায় 'to do' লিস্টে ফেসবুকের হোমপেজ স্ক্রল করা, বই পড়াসহ আছে আরো অনেক কিছুই। সেই তালিকায় এক শিক্ষক নিয়ে এসেছেন 'বোর্ড পরীক্ষার খাতা দেখা'কেও! গত ২৫ মার্চ আহসান আহমেদ সুজন তার ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন এক শিক্ষকের বাসে বসে ফাযিল (স্নাতক) পরীক্ষার খাতা দেখার ছবি ও ভিডিও।

স্ট্যাটাসে সুজন লেখেন-

‘আজ দুপুরে টেনিকাল হতে ঠিকানা বাসে উঠি। সিট পাইনি পিছনের দিকেই যেতে একটা জিনিস নজরে পড়ে, একজন শিক্ষক বাসে বসে কোন এক বোর্ড পরীক্ষার খাতা দেখছেন আবার মাঝে মাঝে পাশের জনের সাথে কথাও বলছে্ন। কী যে দেখছেন তা আর বলার দরকার পড়ে না। আচ্ছা, প্রতি খাতা দেখা বাবদ একজন শিক্ষক তো কিছু টাকা পান। দেখছে্ন, টিক দিচ্ছেন, মার্কস দিচ্ছে্ন এবং যোগও করছেন।

জিজ্ঞাসা করলাম কিসের খাতা। তিনি বললেন, "ফাযিল এর ডিগ্রী পরীক্ষার খাতা। খাতার উপরেও লেখা ছিল ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়।"

বললাম, "এভাবে দেখছেন যে?"
শিক্ষক ভদ্রলোক জ্ঞান দিলেন, "সব নকল করে লিখছে, দেখে দেখে লিখছে, গাইড বই দেখে দেখে লিখছে।" 
বললাম, "আপনি জানেন কিভাবে দেখে দেখে লিখছে।"

উল্লেখ্য, খাতার উপরের অংশ ছেড়া ছিল যা থেকে বোঝা যায়, কোন জায়গার খাতা এটা তার জানার উপায় নেই। 

বললেন, "জানি জানি, সব নকল করে লিখছে।"
বললাম, "ভাই, নকল ধরার কাজ তো আপনার না, নকল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষক ধরবেন, আপনার কাজ তো খাতা দেখা। এইভাবে খাতা দেখছেন যে?"
তারপর আমাকে মার্কসের হিসাব দিলেন, "দেখেন মার্ক কি কম দিতেছি নাকি?" 

খাতা ঠিকমতো না পড়ে বা না দেখে মার্কস দিচ্ছেন সেটা এই শিক্ষকের কাছে কোনো বিষয় মনে হয়নি, তিনি মার্কস বেশি দিচ্ছেন নাকি কম সেটাকেই খাতা দেখার ক্ষেত্রে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করছেন। যে ছেলে বা মেয়েটি দিন রাত পড়াশোনা করে সঠিক ও নির্ভুল রেজাল্ট পাবার আশায় পরীক্ষা দিয়েছে, তার ফলাফল হলো 'মার্ক কি কম দিতেছি নাকি?'

 

১৩৯০ পঠিত ... ১৯:০৩, এপ্রিল ১৯, ২০১৮

Top