আগে ছাদে তো উঠতে দেক, তারপর না চাঁদে যাব: একান্ত কাল্পনিক সাক্ষাৎকারে এক বাংলাদেশি ব্যাচেলর

১৬৭ পঠিত ... ১৬:৪৮, আগস্ট ২৯, ২০২৩

Bachelor

ভারতের চন্দ্রজয়ের পর থেকেই বাংলাদেশ কেন চাঁদে যেতে পারছে না ব্যাপারটি নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে। অনেকে অনেক ধরনের কারণ দেখালেও ব্যাপারটি নিয়ে যৌক্তিক ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশি এক ব্যাচেলর। চলুন দেখে নেওয়া যাক পুরো সাক্ষাৎকারটি।

প্রতিবেদক: ভাই চলেন ছাদে গিয়ে কথা বলি।

ব্যাচেলর: মনে দুঃখ দিলেন ভাইরে, বাড়িওয়ালা ছাদে যেতে দেয় না আমাদের।

প্রতিবেদক: বলেন কী? এ তো ঘোর অন্যায়।

ব্যাচেলর: শুধু কী অন্যায়, এ জন্যই তো দেশের এই অবস্থা। যে দেশের বাড়িওয়ালারা ব্যাচেলরদের ছাদেই যেতে দেয় না তারা চাঁদে যাবে কীভাবে?

প্রতিবেদক: সহমত ভাই, কিন্তু ছাদে যেতে তো রকেট লাগে না, আপনারা সহজ এই ব্যাপারটা সমাধান করে ফেলতে পারছেন না কেন?

ব্যাচেলর: চাইলেই কী সব সমাধান করা যায়? আর ব্যাচেলরদের জীবনটাই এমন বুঝলেন, সারামাস ডিম দিয়ে কাটিয়ে দেই, মাছ মাংসের ব্যাপারে দিন দিন ব্রাত্য রাইসু হয়ে যাচ্ছি, খাবারগুলো এখন আর চিনিই না। এসবের মাঝে ছাদে যেতে চাওয়ার ইচ্ছা বাংলাদেশে সাধারণ ভোটারদের ভোট দেওয়ার ইচ্ছার মতো বিলাসিতা।

প্রতিবেদক: বাহ কী দারুণ ব্যাখ্যা দিলেন? তা ভাই বিয়ে করছেন কবে?

ব্যাচেলর: বিয়ে সে আবার কী? তবে হ্যাঁ প্রেম একটা করেছিলাম, সেই প্রেমিকার বাচ্চা এখন আমাকে মামা ডাকে।

 

  

১৬৭ পঠিত ... ১৬:৪৮, আগস্ট ২৯, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top