পোস্টার বিশ্লেষণ: উনি কোন দলের রাজনীতিবিদ

৭৭৯ পঠিত ... ১৮:০০, ডিসেম্বর ২৬, ২০২৩

411917192_351055960900172_738291148833602890_n

নির্বাচনী এই ডামোডালে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে একটি আয়তাকার নির্বাচনী পোস্টার। ফেনী-৩ আসনের (সোনাগাজী-দাগনভূঁইয়া) এই প্রার্থীর নাম মাসুদ উদ্দিন চৌধুরী। সোশ্যাল মিডিয়ায় পোস্টারটি নিয়ে রয়েছে নানান আলোচনা। তবে আলোচনার পর আলোচনা করেও এই প্রার্থী কোন দলের রাজনীতিবিদ তা উদ্ধার করা যায়নি। সেজন্য পোস্টার বিশ্লেষণ করে প্রার্থীর রাজনৈতিক পরিচয় বের করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে eআরকি।

পোস্টারটি বিশ্লেষণ করলে কয়েকটি জিনিস চোখে পড়ে। প্রথমেই চোখে পড়ে প্রার্থীর নিজের ছবি। এরপর চোখে পড়ে পোস্টারের কোনায় উপরের দিকে আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার ছবি। চোখ বড় করে পোস্টারের বাম কোনায় তাকালে ছোট করে জিএম কাদেরের একটি স্ট্যাম্প সাইজের ছবিও চোখে পড়ে।

 পোস্টারের লেখাগুলোর দিকে যদি লক্ষ করি, উপরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’লেখাটিও চোখ এড়িয়ে যায় না। মহাজোট মনোনীত প্রার্থী অংশটিও চোখে পড়ে। আরও একটু মনোযোগ দিয়ে লক্ষ করলে মার্কাটিও দেখা যায়। যেখানে জ্বলজ্বল করছে লাঙ্গল। অথচ পোস্টারের সাজ-সজ্জা বিশ্লেষণ করলে লাঙ্গলের জায়গায় নৌকারই থাকার কথা। কিন্তু মার্কা লাঙ্গল। তাহলে উনি আসলে কে? আওয়ামীলীগের রাজনীতিবিদ? নাকি জাতীয় পার্টির?

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু যেহেতু আছে পোস্টারে, তাহলে সম্ভবত উনি আওয়ামীলীগের রাজনীতিবিদ। আওয়ামীলীগ সভানেত্রীর ছবি দেখলেও তেমনটাই অনুমান হয়। কিন্তু ঝামেলা বাঁধে জিএম কাদেরের স্ট্যাম্প সাইজ একটা ছবি নিয়ে—এই ছবি দেখে কিছুটা অনুমান হয় মাসুদ চৌধুরী নামের এই রাজনীতিবিদ হয়তো জাপার সদস্য। লাঙ্গল প্রতিকও তেমনটাই ইঙ্গিত করে। কিন্তু রওশন এরশাদ কিংবা এরশাদের ছবি না থাকায় কিছুটা সন্দেহ হয়।

তবে সকল সন্দেহের অবশান ঘটে গুগল সার্চ করার পর। গুগল জানায়, পোস্টারে বড় করে আওয়ামীলীগ সভানেত্রীর ছবি থাকলেও মাসুদ চৌধুরী আসলে জাতীয় পার্টির একজন গর্বিত রাজনীতিবিদ। নৌকা প্রতিক নিতে না পারায় হয়তো ওনার একটু আফসোসও থাকতে পারে।

৭৭৯ পঠিত ... ১৮:০০, ডিসেম্বর ২৬, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top