যে বৈশিষ্ট্যগুলো থাকলে আপনি একজন শীতের চাদর

৩৭৩ পঠিত ... ১৭:১৮, জানুয়ারি ২২, ২০২৩

Shiter-chador

আপনি কি নিজেকে একজন শীতের চাদর মনে করেন? নাকি জানেনই না একজন শীতের চাদর কেমন হয়! জেনে নেয়ার সুযোগ নিয়ে আসলো eআরকি।

 

১#

আপনি সবসময় গম্ভীর হয়ে থাকেন। আপনার দিকে তাকালেই মনে হবে, মানুষটা এত গম্ভীর কেন!

 

২#

আপনি একজন সাহিত্যিক মানুষ। আপনাকে দিয়ে খুব ভালো-ভাবে সাহিত্য চর্চা হয়।

 

৩#

আপনি গুণী মানুষদের খুব পছন্দের কেউ। আপনাকে গুণী মানুষরা অনেক খাতির-যত্ন করেন।

 

৪#

আপনি সবাইকে আগলে রাখতে পছন্দ করেন। আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধব যখন যার কাছে যান তাকেই আগলে রাখেন।

 

৫#

আপনি অনেক উষ্ণ একজন মানুষ। আপনার কাছে আসলেই উষ্ণতা পাওয়া যায়।

 

৬#

আপনি ছোট, বড় সবার মন-মতো। আপনাকে পেলে সবাই খুশি থাকে, কেউ আপনাকে পার্ফেক্ট হতে বলে না। কেননা আপনি আগে থেকেই পার্ফেক্ট।

 

৭#

আপনি যেকোনো জায়গায় খুব ভালো কম্বিনেশন। যেখানেই যান না কেন আপনি ফিট হয়ে যান, দেখতে জোস লাগে।

 

৮#

গরমের দিনে যেমন-তেমন, শীতের দিনে আপনার অনেক হই-হুল্লোড় পরে যায়। সবাই আপনাকে শীতের দিনে নিজের করে নিতে চায়।

 

৯#

আপনি মাঝে মাঝে একসাথে দু’জনকে জড়িয়ে ধরেন

৩৭৩ পঠিত ... ১৭:১৮, জানুয়ারি ২২, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top