ধন ধান্য পুত্র ভরা, এই আমাদের বসুন্ধরা

৯৩৫ পঠিত ... ১৪:৩৮, মে ৩১, ২০২১

dhonno-dhanno-maskawath

বসুন্ধরা গ্রুপের এমডি, মুনিয়া হত্যার অভিযুক্ত আসামী আনভীর সোবহান শেখ রাসেল ক্রীড়াচক্রের অনুষ্ঠান শেষে বলেছেন, 'দেশে ক্রিকেটে যেমন জোয়ার আসছে, সেটা ফুটবলেও আসবে।'

শেখ রাসেল ক্রীড়া চক্রের এই চেয়ারম্যান 'মুনিয়া হত্যার অভিযোগে অভিযুক্ত আসামী। 'সামাজিক ও নৈতিক অবক্ষয়' এমন পর্যায়ে গেছে যে সর্বোচ্চ ভোটে শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালনা পর্ষদের পরিচালক নির্বাচিত হয়েছে সাম্প্রতিক চাঞ্চল্যকর মুনিয়া হত্যাকাণ্ডের অভিযুক্ত আসামীটি।

একজন অভিযুক্ত আসামীর ক্রীড়া-জ্যোতিষী হয়ে ওঠার কিংবদন্তী ফলাও করে প্রচারিত হয়েছে তার নিজের 'কাজের ছেলে-মেয়ে'দের মিডিয়াসহ আরো কিছু সহমত ভাইবোন মিডিয়াতে।

শেখ রাসেলের হত্যাকাণ্ড জাতির ইতিহাসে ট্র্যাজিক একটি ঘটনা। এই নামে প্রতিষ্ঠিত ক্লাবের পৃষ্ঠপোষক হয়ে একটি বিজনেস কোম্পানি 'মুনিয়া হত্যার অপরাধ' বেমালুম ধামাচাপা দেয়ার কাজে সুকৌশলে অপব্যবহার করলো শেখ রাসেলের নামের সঙ্গে মিশে থাকা শোক ও জাতির অপরাধবোধ।

এইভাবে রাসেলের শোক ও মুনিয়ার শোক; এই দুটিতে কাটাকুটি করে; রয়ে গেলো দেশ নিয়ে ক্রীড়াচক্র; আনভীর যেখানে মধ্যরাতের অশ্বারোহী এক পোলো খেলোয়াড়।
এইভাবে নরমুন্ডু দিয়ে ফুটবল খেলে তাক লাগিয়ে দেয় বসুন্ধরা; ধন ধান্য পুত্র ভরা। অন্যান্য দেশের বিজনেস কোম্পানি থাকে; কিন্তু বিজনেস কোম্পানির একটি দেশ আছে।

৯৩৫ পঠিত ... ১৪:৩৮, মে ৩১, ২০২১

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top