এই জোকগুলো বুঝতে পারলে, আপনি একজন ব্যাকবেঞ্চার ছিলেন

৪৩৩২ পঠিত ... ১৯:০২, মে ১৭, ২০২৩

এই-জোকগুলো

১#

ধর্ম ক্লাসে স্বর্গ, নরক ব্যাখ্যা করার পর শিক্ষক প্রশ্ন করলেন, ‘তোমরা কে কে স্বর্গে যেতে চাও হস্ত তোলো।‘

সবাই হাত তুললো। শুধু একজন ছাড়া।

: কী ব্যাপার, তুমি স্বর্গে যেতে চাও না?

: না স্যার, আম্মা আজ তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে।

 

২#

আলিফের অঙ্ক পরীক্ষার রেজাল্ট দিয়েছে…

মা জিজ্ঞেস করলেন, ‘কত পেয়েছিস?’

আলিফ: মাত্র একের জন্য একশ পাইনি মা!

মা: তাই নাকি! নিরানব্বই পেয়েছিস তাহলে?

আলিফ: না, দু’টো শূন্য পেয়েছি।

 

৩#
প্রবীণ শিক্ষক তার বহু পুরোনো খাতা থেকে নোট ডিকটেশন দিচ্ছেন। সবাই মনোযোগের সাথে লিখে নিচ্ছে। শুধু রিয়াদ এক কোণের দিকে নির্বিকারভাবে বসে আছে।

শিক্ষক: কী ব্যাপার, তুমি নোট নিচ্ছো না কেন?

রিয়াদ: দরকার নেই স্যার।

শিক্ষক: কেন?

রিয়াদ: আব্বার নোট খাতা আমি খুঁজে পেয়েছি স্যার। তিনিও আপনার ছাত্র ছিলেন।

 

৪#

শিক্ষক: বল তো পৃথিবীর আকার কী রকম?

বিজয়: গোলাকার, স্যার।

শিক্ষক: বাহ! এবার প্রমাণ দে, কী করে বুঝলি যে পৃথিবী গোল!

বিজয়: জোরালো প্রমাণ আছে স্যার। প্রথম সাপ্তাহিক পরীক্ষায় পৃথিবী চ্যাপ্টা লিখে শূন্য পেয়েছি। দ্বিতীয় সাপ্তাহিক পরীক্ষায় চৌকোনা লিখেও শূন্য পেয়েছি। তারপর লিখলাম, পৃথিবী লম্বা, তাও আপনি কেটে দিয়েছেন। শেষে অনেক ভেবেচিন্তে লিখেছিলাম তিনকোনা, তাও আপনি কেটেই দিলেন। তা হলে আর বাকি রইলো কী? গোল হওয়া ছাড়া তো পৃথিবীর কোনো উপায় নাই!

 

৫#
শিক্ষক: জানো, তোমাদের বয়সে আমারও বিশ্বাস ছিল, আমি সব জানি। কিন্তু এখন এই ষাট বছর বয়সে এসে বুঝতে পারছি আমি কিছুই জানি না।

সুমন: এ কথা বুঝতে আপনার এত বছর লেগে গেল স্যার? আমরা তো আপনাকে দেখা মাত্রই বুঝে নিয়েছি।

৪৩৩২ পঠিত ... ১৯:০২, মে ১৭, ২০২৩

আরও

 
 

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top