স্বামীর কণ্ঠ শুনতে প্রতিদিন সাবওয়ে স্টেশনে বসে থাকেন মার্গারেট

২২৭ পঠিত ... ১৭:০৫, জুন ০৬, ২০২৪

23 (15)

লন্ডনের সাবওয়ে স্টেশনে গেলে আপনি মার্গারেটকে দেখতে পাবেন। স্টেশনের প্লাটফর্মে সে কান খাড়া করে কিছু একটার অপেক্ষায় বসে আছে। আপনি যদি প্রতিদিন যান, প্রতিদিনই মার্গারেটকে দেখা যাবে। একইভাবে, একই স্থানে। মার্গারেট কেন বসে থাকে জানেন? একটা অ্যানাউসমেন্ট শোনার জন্য। কিন্তু কী এমন অ্যানাউসমেন্ট, যা শোনার জন্য একটা মানুষ প্রতিদিন সাবওয়ে স্টেশনে এসে বসে থাকে?

লন্ডনের এই সাবওয়ে ট্রেনের বিখ্যাত একটা অ্যানাউসমেন্ট ‘মাইন্ড দ্য গ্যাপ’মার্গারেটের স্বামী লরেন্সের দেওয়া। লরেন্স মারা যাওয়ার পর মার্গারেট প্রতিদিন স্বামীর ভয়েজ শোনার জন্য সাবওয়েতে এসে বসে থাকে।

স্বামীর মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয় তার মনে সেটা ভোলার জন্যই তার এমন দিনের পর দিন বসে থাকা। সময়ের সাথে সাথে সাবওয়ে ডিজিটালাইজড হয়। অসওয়াল্ড লরেন্সের কণ্ঠের বদলে স্থান দখল করে ইলেক্ট্রনিক কণ্ঠ। মার্গারেট কষ্ট পান। তিনি লন্ডন সাবওয়ে ট্রান্সপোর্ট কোম্পানীর কাছে স্বামীর ঐ এনাউন্সমেন্টের ক্যাসেট টি দেয়ার জন্য আবেদন করেন যাতে বাসায়  বসে শুনতে পারেন।

মার্গারেটের গল্প শোনার পর কোম্পানীটি মার্গারেটের বাসার সবচে কাছের স্টেশনে আবার পুরোনো অ্যানাউন্সমেন্ট দেয়া শুরু করে। নর্দান লাইনের এমব্যাংকমেন্ট স্টপে গেলে এখনো অসওয়াল্ড লরেন্সের সেই আইকনিক অ্যানাউন্সমেন্ট যেটা শুনতে পাবেন আর মনে হবে চিরন্তন ভালবাসা এখনও টিকে রয়েছে পৃথিবীর কোনো কোনায়।

২২৭ পঠিত ... ১৭:০৫, জুন ০৬, ২০২৪

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top