যে কারণে ডাক্তার হিসেবে আমি নারী পেশেন্ট পছন্দ করি না

৮৪৫ পঠিত ... ১৬:০২, মার্চ ১০, ২০২৪

423735927_1598897257596338_7121879424400789958_n

ফারিহা মাইশা

একটা নারী বিদ্বেষী কথা বলি।

I don't like dealing with female patients.

আমার ইন্টার্নশিপ প্রায় ৪ মাস চলছে।

এরমধ্যে সার্জারি ফিমেইল ওয়ার্ডে ছিলাম দেড় মাস, মেইল ওয়ার্ডে দেড় মাস। বাকিটা এখন গাইনিতে চলতেছে। কয়েকটা ঘটনা বলি।  

১। সেদিন এক মহিলা আসছে, পেটে বাচ্চার নড়াচড়া টের পায় না। রিপোর্টেও আসছে পেটে বাচ্চা মরা, কিন্তু কথা হচ্ছে পেটে বাচ্চার মুভমেন্ট সে টের পায় না আরও ২০ দিন আগে থেকে, কিন্তু আল্ট্রা আজকের।

এতদিন পরে আসছেন কেন?

-আমি অনেক বলছি, আমাকে তারা নিয়ে আসে নাই।

২। সেদিন post coital tear এর এক পেশেন্ট আসছিল, তার স্বামী আরেক জায়গায় বিয়ে করছিল দেখে সে আর সংসার করে নাই। পরে তার স্বামী তাকে বলছে ডাক্তার দেখায়ে দেবে, কারণ মেয়ের স্কিনের কিছু রোগ ছিল।  

মেয়ে এই আশায় গেলে, forced intercourse,led to post coital tear.

৩। সার্জারিতে স্বামী গলা টিপ দিছে, দেয়ালে নিয়ে মাথা বাড়ি দিছে, দরজা আটকায়ে রাখছে সারারাত, সকালে রোগী তার ছোটো ছেলেকে নিয়ে পালায়ে আসছে ডাক্তার দেখাইতে এমন রোগী পাইছি। ঘুষি মারছে, চেয়ার উড়ায়ে মারছে মাথায় এগুলা তো হরহামেশা আসতেছেই।

মেইল ওয়ার্ডে একটা ওষুধ কিনে আনা লাগত, জিজ্ঞেস করতাম রোগীর সাথে লোক কে?

একসাথে ২-৩ জন আগায়ে আসত, ম্যাডাম যা লাগবে লিখে দেন, নিয়ে আসি।

Patient compliance 10/10, আমি ট্রিটমেন্ট দিয়ে খুশি, রোগীও সুস্থ!

এমন এক দেশে আছি, যেখানের হাজার হাজার মহিলা ডাক্তার দেখাইতে পারে না, কারণ তাদের ডাক্তারের কাছে নিয়ে আসার লোক নাই।

সরকারি হাসপাতালের একটা ১০ টাকার টিকিট কেনার টাকা নাই। কোনো একটা স্যালাইন কিনে আনতে বললে সেটা আনতে পারে না! বছরের পর বছর পিল খেয়ে স্ট্রোক বাধায়ে ফেলতেছে, কারণ স্বামী কখনও কনডম ইউজ করবে না। ৩ বাচ্চা থাকার পরেও বারবার প্রেগন্যান্সির মতো জটিল প্রসেসের মধ্যে দিয়ে যাইতেছে কারণ ছেলে হচ্ছে না!

আপনারা ভাবেন দেশে নারীর উন্নয়ন হচ্ছে?

এটা মাপেন কী দিয়ে? উচ্চবিত্ত, উচ্চ-মধ্যবিত্ত মেয়েরা কী করতেছে এটা দিয়ে? আমাকে দিয়ে?

দেশের একটা হিউজ পপুলেশন, নিম্ন, নিম্ন মধ্যবিত্ত, সেখানের মহিলারা তাদের একটা ফান্ডামেন্টাল বেসিক রাইট-চিকিৎসা সেবা সম্পর্কেই জানে না! জানলেও নিজে থেকে আসতে পারতেছে না!

শুধু আমাকে দিয়ে নারীর উন্নয়ন করে কী হবে?

আমার পেছনে যদি আরও ১০০ নারী অন্ধকারেই জীবন কাটায়!

এবং আমি জানি, আমি যে এত কিছু লিখতেছি, বলতেছি, আমারও করার খুব বেশি কিছু নাই। Unless more people who are privileged enough do not come forward to work for our rural women!

লিওনার্ডো ডিক্যাপ্রিওর একটা ফেমাস মুভি আছে, Blood diamond.

সেটার একটা সুন্দর ডায়ালগ দিয়ে শেষ করলাম, Sometimes I wonder will God ever forgive us for what we've done to each other? Then I look around and I realize, God left this place a long time ago.

৮৪৫ পঠিত ... ১৬:০২, মার্চ ১০, ২০২৪

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top