ভিউয়ের জন্য প্লেন ক্র্যাশ করে বিপদে ইউটিউবার

১৩৯ পঠিত ... ১৭:৫৪, মে ১৫, ২০২৩

ভিউয়ের-জন্য (1)

ভিউয়ের জন্য কন্টেন্ট ক্রিয়েটররা কত কী না করে… কিন্তু কখনও শুনেছেন যে ইউটিউবে বেশি ভিউ পাওয়ার জন্য আস্ত একটা প্লেন কেউ ক্র্যাশ করে ফেলেছে? প্রথমে শুনতে অবাস্তব মনে হলেও এমন ঘটনাটিই ঘটিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ট্রেভর জ্যাকব।

স্থানীয় লম্পক সিটি এয়ারপোর্ট থেকে ম্যামথ লেকের উদ্দেশ্যে যাত্রা করলেও মাঝপথে লস পেডরোস ন্যাশনাল ফরেস্টের উপর দিয়ে ওড়ার সময় জ্যাকব প্লেন থেকে প্যারাসুট নিয়ে ঝাঁপ দেন এবং সেই ফরেস্টেই প্লেনটি ক্র্যাশ করে। পুরো ঘটনাটিকেই ভিডিও করে পরবর্তীতে সেটিকে নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করেন জ্যাকব। ২০২১ সালের ডিসেম্বর আপলোড হওয়ার ভিডিওটিতে তিন মিলিয়নের বেশি ভিউ রয়েছে। কিন্তু ভিউ বাড়লেও এমন উদ্ভট ঘটনা ঘটানোর জন্য জ্যাকবকে বিচারের মুখোমুখি হতে হয়েছে এবং শাস্তি হিসেবে ধারণা করা হচ্ছে ২০ বছরের মতো তাকে জেলে থাকতে হতে পারে।

এজন্যই হয়তো বলা হয় ‘ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।‘

১৩৯ পঠিত ... ১৭:৫৪, মে ১৫, ২০২৩

আরও eআরকি

 

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top