চারুকলার রংখেলা ও সাংবাদিকতা

৭৪৫ পঠিত ... ১৪:৫৪, মার্চ ৩০, ২০২৪

14 (5)

লেখা: তারেক হাসান নির্ঝর

বাংলাদেশের অধিকাংশ মানুষ বাস্তব অর্থে আনন্দ-উদযাপনের তেমন সুযোগ পান না। বিনোদন মানে এখানে ইউটিউবে নাটক দেখা, মোবাইলে প্রেমের গান শোনা, ফানি ভিডিও দেখা, কারও কারও ক্ষেত্রে উনিশ-বিশ দেখা পর্যন্ত।  

কোটি কোটি মানুষের এই দেশে ফিজিক্যালি উপস্থিত থেকে যেকোনো উদযাপনে অংশগ্রহণ করার মতো লোকের সংখ্যা কম। অনেকের ক্ষেত্রে সুযোগের অভাব, আবার অনেকে ধর্মীয় অনুশাসনের কারণে অংশ নেন না। ফলে অন্য কাউকে আনন্দ করতে দেখলে, উদযাপন করতে দেখলে একধরনের হিংসা তাদের মধ্যে কাজ করে, ভেতরের না পাওয়ার ফ্রাস্ট্রেশন প্রবলভাবে নাড়া দিয়ে ওঠে।

এ জন্য কনসার্টে, রঙ উৎসবে তরুণ-তরুণীরা নাচলে, গাইলে, কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ছেলে-মেয়েরা দলবেঁধে ঘুরতে গেলে, মঙ্গল শোভাযাত্রায় অংশ নিলে, এমনকি কাউকে প্রেম করতে দেখলে অধিকাংশের ফ্রাস্ট্রেশন প্রবলভাবে জেগে ওঠে। বিষয়টি স্রেফ সহ্য করতে পারে না তারা।

এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভিউ ব্যবসার জন্য কিছু কন্টেন্ট ক্রিয়েটর এই আয়োজনগুলোকে মানুষের সামনে এত নেতিবাচক অ্যাঙ্গেল থেকে রগরগেভাবে উপস্থাপন করে যে, সাধারণ মানুষ মনে করতে বাধ্য হন, কনসার্ট বা যেকোনো আনন্দ-উৎসবে যারা অংশ নিচ্ছে তারা বুঝি খুবই ‘খারাপ’ মানুষ। এ ছাড়া আছে আনন্দ-উৎসবের সঙ্গে ধর্মের বিষয়টি জুড়ে দিয়ে প্রচারণা।

চারুকলার রঙ উৎসবে অংশগ্রহণকারীদের মুখের সামনে ক্যামেরা ও বুম ধরে যে সাংঘাতিকটা প্রশ্ন করেছে, ‘রোজা রেখেছেন?’ ‘রোজা হালকা হচ্ছে না?’— এমন ব্যক্তিগত প্রশ্ন করার কোনো অধিকারই তার নেই। এই ধরনের সম্মিলিত আনন্দ-উৎসবে এমন প্রশ্ন সম্পূর্ণ অপ্রাসঙ্গিক ও উষ্কানিমূলক। ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে যেমন আপনি ব্যাংকের সুদের হার কতো— এই প্রশ্ন করতে পারেন না, তেমনি নাচানাচির অনুষ্ঠানে এসে আপনি ধর্ম নিয়ে প্রশ্ন করে বিব্রত করতে পারেন না। কথায় কথায় যদি এমন প্রশ্ন করেও ফেলেন, পরে অফিসে এসে সেটা রগরগে অ্যাঙ্গেল দিয়ে প্রচার করতে পারেন না আপনি।

সবচেয়ে ভালো হতো, ক্যামেরা-বুম হাতে এমন নীতি-পুলিশীর জন্য ভুয়া এই সাংঘাতিককে চারুকলায় থাকা ছেলে-মেয়েরা সবাই মিলে রঙ দিয়ে ডলা দিলে। এই লোক ভাইরাল হতে চেয়েছিল। রঙ মেখে চারুকলার পন্ডে চুবিয়ে তাকে ভাইরাল করা যেত।

৭৪৫ পঠিত ... ১৪:৫৪, মার্চ ৩০, ২০২৪

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top