লুই আই কানের পাশাপাশি ‘আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার’ পেয়েছিলেন ইনিও, কিন্তু…

৪৩৫ পঠিত ... ১৭:০৫, জানুয়ারি ২৮, ২০২৪

421120620_1070139550869544_112242035729229052_n (1)

সদ্য বুয়েট থেকে পাশ করা আশরাফুল হাসান ড. ইউনুসের সাথে যোগ দিয়েছিলেন কাজে। সে সময় তাদের স্বপ্ন ছিলো সাধারণ মানুষকে পাটখড়ির ঘর থেকে আরেকটু উন্নত মানের ঘরে থাকার ব্যবস্থা করে দেওয়া। এই ভেবেই ডিজাইন করেছিলেন চারটা খুঁটির টিনের চালের ঘরের ডিজাইন। ডিজাইন খুব সাধারণ হলেও সাধারণ মানুষের বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের মানুষদের জীবন যাত্রায় তাদের বাসস্থানের ধরনের ব্যাপক পরিবর্তন এনেছিলো এই টিনের চালের ঘর।

AGa Khan

পুরস্কারপ্রাপ্ত সেই ডিজাইনে করা একটি বাড়ি

ডিজাইন বানানোর সময় আশরাফুল হাসানের ঘুণাক্ষরেও ভাবেননি সাধারণ এই ডিজাইন তাকে এনে দেবে স্থাপত্যবিদ্যার সর্বোচ্চ পুরস্কার আগা খান অ্যাওয়ার্ড। ১৯৮৯ সালে বিখ্যাত বিশ্বখ্যাত স্থাপত্যবিদ লুই কানের মতো ‘আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার’ লাভ করেন তিনিও।

তবে লুই কানের সাথে আশরাফুল হাসানের পার্থক্য এক জায়গায়, লুই কানকে কখনও তার দেশের আদালতে আসামী হিসেবে হাজিরা দিতে যেতে হয়নি।

৪৩৫ পঠিত ... ১৭:০৫, জানুয়ারি ২৮, ২০২৪

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top