আগে ট্রেনে মহিলা ও পুরুষের জন্য আলাদা কম্পার্টমেন্ট ছিল

৮৬ পঠিত ... ১৭:১৫, মে ২১, ২০২৩

Train

আগের ফুলবাড়িয়া স্টেশনের চিত্র কি আপনি জানেন?  আগের ফুলবাড়িয়া রেল স্টেশনের আকার একেবারে ছোট ছিল না। যাত্রীদের বিশ্রামাগার ছাড়াও ছিল উন্নতমানের একটি রেস্তোরা। এখানে অনেকেই পানাহার করতে আসতেন।

এই সময় ট্রেনে মহিলা ও পুরুষদের জন্য আলাদা কমপার্টমেন্ট ছিল। মহিলাদের কামরার সামনে মহিলার ছবি টাঙানো থাকত এবং কোনো পুরুষ যাত্রী এখানে প্রবেশাধিকার ছিল না।

ট্রেনে তৃতীয় শ্রেণী, ইন্টারক্লাস, দ্বিতীয় ও প্রথম এই চার শ্রেণীর কমপার্টমেন্ট ছিল।

অধিকাংশ মধ্যবিত্ত শ্রেণী ইন্টারক্লাসে ভ্রমণ করতেন এবং যাত্রীরা যে ক্লাসের টিকিট কাটতেন সে ক্লাসেই ভ্রমণ করতেন।

উত্তর অঞ্চলের জন্য দুটো ট্রেনের ব্যবস্থা ছিল। ঢাকা থেকে জগন্নাথগঞ্জ পর্যন্ত ট্রেনে ভ্রমণের পর লঞ্চে পারাপার করে যাত্রীদের সিরাজগঞ্জের ট্রেনে চড়তে হতো।

ঢাকা থেকে কলকাতায় যাওয়ার জন্য প্রথমে ঢাকা থেকে নারায়ণগঞ্জে ট্রেনে, নারায়ণগঞ্জ থেকে গোয়ালন্দে স্টিমারে ও গোয়ালন্দ থেকে কলকাতায় ট্রেনে যেতে দু'দিন সময় লাগত।

তথ্যসূত্র: স্মৃতির ঢাকা, কাজল ঘোষ সম্পাদিত

৮৬ পঠিত ... ১৭:১৫, মে ২১, ২০২৩

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top