সেলফি তুললেই জরিমানা

৮৭ পঠিত ... ১৫:৪০, মে ২০, ২০২৩

Selfie

ঘুরতে গিয়েছেন আর সেলফি তুলেননি এমন মানুষ বোধহয় আজকাল খুঁজেই পাওয়া দায়। ঘোরাঘুরির স্মৃতিকে বন্দী করে রাখাটা দোষের কিছু না, তবে এই কথাটা বোধহয় ইতালির পোরতোফিনো শহরের জন্য প্রযোজ্য নয়। কারণ ঘুরতে গিয়ে সেখানে সেলফি তুললেই আপনাকে গুনতে হবে, ২৭৫ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা ৩২ হাজার টাকারও কিছু বেশি।

ইতালির উত্তরাঞ্চলের জনপ্রিয় এই শহরে প্রতিবছরই ঘুরতে আসেন হাজার হাজার পর্যটক। শহর কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে অনেকে অবাক হলেও যুক্তি হিসেবে কর্তৃপক্ষ জানিয়েছে, সেলফি তোলার জন্য শহরের দর্শনীয় জায়গাগুলোতে মানুষ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে ছোট এই শহরটিতে প্রতিনিয়ত ভিড় বেড়েই চলেছে। এই ভিড় কমাতেই তাদের এমন উদ্যোগ।

348380377_993294638502172_7981786258377516320_n

শহরের মেয়র মাত্তে ভিয়াকাভা বলেছেন, ‘এটি পুরো শহরের জন্য নয়। তবে নির্দিষ্ট কিছু জায়গায় এই নিয়ম মেনেই চলতে হবে। তাই যদি কখনও প্ল্যান থাকে পোরতোফিনো ঘুরতে যাওয়ার তবে আগে থেকেই সাবধান, শুধু শুধু ২৭৫ ইউরো গচ্চা দেওয়ার কোনো মানেই হয় না।  

৮৭ পঠিত ... ১৫:৪০, মে ২০, ২০২৩

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top