ঢাকা কলেজ ও তার আশেপাশের অঞ্চল

১০৫ পঠিত ... ১৫:২৩, মে ২০, ২০২৩

ঢাকা-e-চরিত

ঢাকা কলেজ আগে ছিল পুরনো ফুলবাড়িয়া স্টেশনের পশ্চিম দিকে দোতলা ভাড়াটে বাড়িতে। বর্ষার সময় এই অঞ্চল হাঁটু পর্যন্ত পানিতে ডুবে থাকত বলে সরকার এখান থেকে কলেজ সরানোর সিদ্ধান্ত গ্রহণ করেন।

ঢাকা কলেজের অনেক হোস্টেল ছিল বেচারাম দেউড়ির চারপাশে। হোস্টেল সুপারিনটেনডেন্ট ও কলেজের কয়েকজন শিক্ষকও বেচারাম দেউড়িতে থাকতেন।

ঢাকা কলেজ প্রতিষ্ঠার পর পার্শ্ববর্তী অঞ্চলের চেহারা দ্রুত বদলে যেতে থাকে। কলেজের কয়েকজন শিক্ষক নিউ এলিফ্যান্ট রোডের চারপাশে সস্তায় জমি কেনার পর অনেকেই এই অঞ্চলে জমি কিনতে থাকেন।

বর্তমান কাঁটাবন অঞ্চল নামে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অংশে ছিল রেল লাইন। শহরের বিভিন্ন অংশে রেল লাইন থাকায় চলাচলের অসুবিধা এবং নতুন রেল স্টেশন তৈরির পরিকল্পনার পর এই অঞ্চলের চেহারা সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যায়।

রেল লাইন তুলে কাঁটাবনে তৈরি হয় নতুন রাস্তা এবং এখানকার অধিবাসীরা রাতারাতি সৌভাগ্যবান হয়ে পড়েন। ফুলবাড়িয়া থেকে রেল স্টেশন সরিয়ে নেয়া হয় কমলাপুরে।

তথ্যসূত্র: স্মৃতির ঢাকা, কাজল ঘোষ সম্পাদিত

১০৫ পঠিত ... ১৫:২৩, মে ২০, ২০২৩

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top